![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ফেইসবুক এবং ইনস্টাগ্রামের গোপনীয়তা নীতিমালায় (প্রাইভেসি পলিসি) পরিবর্তন করছে মেটা। আসছে ২৬ জুলাই থেকে পরিবর্তনগুলো কার্যকর হবে। তবে হোয়াটসঅ্যাপ এ পরিবর্তনের আওতায় পড়ে নি।
ব্যবহারকারীরা কিভাবে তাদের তথ্য নিয়ন্ত্রন করতে পারবে সে বিষয়ে দুটি পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিবর্তনের ফলে পোস্টগুলো কে দেখতে পাবে সে বিষয়ে ব্যবহারকারীরা আরো বেশি নিয়ন্ত্রন আরোপ করতে পারবে।
মেটার প্রধান প্রাইভেসি অফিসার মিশেল জানিয়েছেন, কোম্পানিটি কখন ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় অথবা বাতিল করে দেওয়ার অধিকার পাবে তাও থাকছে নতুন নীতিমালায়।
মেটার পক্ষ থেকে এও বলা হয়েছে যে, ‘যারা এই পরিবর্তন মেনে নিতে পারবেন না তারা ‘অনায়াসে আমাদের ছেড়ে যেতে পারবেন।’
তবে, ব্যবহারকারীদের তথ্য ব্যবস্থাপনা এবং নিরাপদে রাখা নিয়ে বিভিন্ন দেশের নীতিরির্ধারকদের দিক থেকে ব্যাপক চাপের মুখে রয়েছে মেটা। এ কারণেই নীতিমালা পরিবর্তন করছে মেটা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
বিবিসি/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি