![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ২৭ মে দেশে প্রথমবারের মতো ‘নেটওয়ার্কিং ল্যাব’ উদ্বোধন হতে যাচ্ছে । ল্যাব স্থাপন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এ ল্যাবে সার্ভার, রাউটার থেকে শুরু করে সংশ্লিষ্ট সব ধরনের সরঞ্জাম স্থাপন করা হয়েছে।
উদ্বোধন করবেন ডাক ও টেলিযোগাযাগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)ও আইএসপিএবি-এর অর্থায়নে আন্তর্জাতিকমানের ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিপিসি কোঅর্ডিনেটর মো. আবদুর রহিম ।
আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, দেশে প্রথমাবের মতো আন্তর্জাতিকমানের এ ল্যাবটি স্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এখানে সব ধরনের নেটওয়ার্কিং ইকুইপমেন্ট সন্নিবেশিত আছে। এ ল্যাবের মাধ্যমে নেটওয়ার্ক প্রকোশলীরা প্রশিক্ষণ নিতে পারবেন।
ল্যাব উদ্বোধনের পর ৩০ মে পর্যন্ত চলবে কর্মশালা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভূঞা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে থাকবেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল ইসলাম এবং বিজয় ডিজিটাল সিইও জেসমিন জুঁই।
দুই পর্বের কর্মশালায় দেশের প্রায় চারশ ইন্টারনেট প্রকৌশলী, নেটওয়ার্ক বিশেষজ্ঞ, সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, ইন্টারনেট ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছে আইএসপিএবি সচিবালয়।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি