অ্যাপল শুধু ডিভাইস বেচে না, করায় আইটি সার্টিফিকেশন কোর্সও!

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: দুটি নতুন পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন কর্মসূচি চালু করেছে অ্যাপল। এই কর্মসূচিতে আইফোন ও ম্যাক এবং কর্মক্ষেত্রে ব্যবহৃত অন্যান্য ডিভাইসগুলো কিভাবে ঠিক করা, পরিচালনা এবং সমর্থন করা যায় তা শেখানো হবে। 

অ্যাপল তাদের এই কোর্স দুটির নাম দিয়েছে ‘অ্যাপল ডিভাইস সাপোর্ট’ এবং ‘অ্যাপল ডিপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট’। এরমধ্যে অ্যাপল ডিভাইস সাপোর্ট কোর্সে অ্যাপলের পণ্যগুলোর জন্য বিভিন্ন সরঞ্জাম, সার্ভিসসমূহ এবং নানাবিধ কাজ সম্পর্কে শেখানো হয়। কোম্পানিটি জানিয়েছে কোর্সটির সময়কাল ১৪ ঘন্টা। কোর্সটি শেষ হওয়ার পর আপনি সার্টিফিকেট পাওয়ার উপযোগী হয়েছেন কিনা তা যাচাইয়ে পরীক্ষা নেয়া হয় এবং পরবর্তী কোর্সের জন্য যোগ্য ধরে নেয়া হয়।

অন্যদিকে ডিপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সটিতে শেখানো হয় মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট ব্যবহার করে কিভাবে অ্যাপলের পণ্য সংগঠিত করা, পরিচালনা করা এবং সুরক্ষিত রাখা যায়। এই কোর্সটি সম্পন্ন করতে ১৩ ঘন্টা সময় ব্যয় করতে হবে বলে জানিয়েছে অ্যাপল। এ কোর্সটি শেষ হওয়ার পরেও সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে হবে।

Techshohor Youtube

প্রতিটি পরীক্ষার জন্য ১৪৯ ডলার খরচ হবে। পরীক্ষায় কৃতকার্য হওয়া শিক্ষার্থীদেরকে একটি ডিজিটাল সার্টিফিকেট দেয়া হবে যা জীবনবৃত্তান্ত, অনলাইন প্রোফাইল এবং জব বোর্ডে প্রদর্শিত হবে।

অ্যাপলের এন্টারপ্রাইজ অ্যান্ড এডুকেশন মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুসান প্রিসকট বলেছেন, ‘অ্যাপল প্রফেশনার ট্রেইনিং প্রযুক্তি নিয়ে আগ্রহীদের সহায়তা করবে। এখান থেকে প্রাপ্ত সার্টিফিকেটের সহায়তায় আইটি চাকরিগুলোতে আবেদন করতে পারবে তারা। ’

এদিকে বিভিন্ন কমিউনিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও কোর্স চালু করেছে অ্যাপল। ২০২০ সালে টেক্সাসের অস্টিন কমিউনিটি কলেজসহ আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই কোর্স চালু করা হয়।  

আরএপি

*

*

আরও পড়ুন