![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আমাদের মহাবিশ্ব কত দ্রুতগতিতে প্রসারিত হচ্ছে তা নিয়ে কাজ করছে বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী যন্ত্র হাবল টেলিস্কোপ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই হাবলের ডাটার ওপর ভিত্তি করে বলছে, মহাবিশ্বে ‘অদ্ভূত কিছু’ ঘটছে, কারন বিশ্বের সম্প্রসারণের হার এবং বিগ ব্যাং আবিষ্কারের পর থেকে আমাদের পর্যবেক্ষণের তথ্যের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি আমরা।
২০২০ সালে এডউইন পি হাবল এবং জর্জেস লেমাইত্রে বলেছিলেন আমাদের নিজেদের বাইরের ছায়াপথগুলো স্থির নয়। আর নাসার এক ব্লগ পোস্টে বলা হয়েছিলো, ছায়াপথগুলো আমাদের থেকে ক্রমশ দূরে সড়ে যাচ্ছে।
এরপর থেকেই বিজ্ঞানীরা পৃথিবী সম্প্রসারনের ঘটনা বুঝতে এবং এর বিস্তারের হার পরিমাপে চেষ্টা করে যাচ্ছেন। বর্তমানে হাবল থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে পূর্বাভাসের চেয়েও দ্রুতগতিতে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। প্রতি সেকেন্ড প্রতি মেগাসেকেন্ডে পৃথিবী ৬৭ দশমিক ৫ কিলোমিটার গতিতে প্রসারিত হচ্ছে এমন ধারণা করা হলেও হাবলের তথ্যে দেখা যাচেছ তা ৭৩ কিলোমিটার বেগে সম্প্রসারিত হচ্ছে।
আরএপি
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি