![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি স্যামসাং সেমিকন্ডাক্টরের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়াতে চাইছে। এভাবে সেমিকন্ডাক্টরের মূল্য বৃদ্ধি করা হলে সামনে ক্রেতাদেরকে আরো বেশি দাম দিয়ে নতুন ডিভাইস কিনতে হবে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বে কাঁচামাল থেকে শুরু করে উৎপাদনে প্রয়োজনীয় সবকিছুই আরো ব্যয়বহুল হয়ে পড়েছে। আর এ কারনেই সেমিকন্ডাক্টরের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং। উৎপাদিত যন্ত্রাংশের সংবেদনশীলতার ওপর ভিত্তি করে চূড়ান্তভাবে দাম বৃদ্ধি করা হবে বলে জানা গিয়েছে।
সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে স্যামসাংয়ের বড় ধরনের প্রভাব রয়েছে। সুবিশাল ইন্ডাস্ট্রির জন্য প্রসেসর তৈরি ছাড়াও মেমোরি পণ্য, স্টোরেজ সলিউশন এবং ফাউন্ডারি সলিউশনও তৈরি করে থাকে কোম্পানিটি। এইসব খাতের পণ্যগুলোর দাম ২০ শতাংশ বৃদ্ধি করা হলে স্যামসাংয়ের যন্ত্রাংশ ব্যবহার করে এমন সব পণ্যের দাম অনিবার্যভাবে বেড়ে যাবে।
এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয় নি। তবে এরই মধ্যে নতুন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং এসএসডি কার্ডের দাম বাড়তে শুরু করেছে। স্যামসাং যদি আরো ব্যয়বহুল লজিস্টিকের সম্মুখিন হয় তাহলে স্যামসাংয়ের চিপ দিয়ে যেসব কোম্পানি চূড়ান্ত পণ্য তৈরি করে তারাও দাম বাড়িয়ে দিবে। ফলে সামনের বছরগুলোয় প্রযুক্তিপণ্যের দাম আরো বাড়তে যাচ্ছে এমন প্রস্তুতিই নিয়ে রাখতে হবে।
সূত্র : ইন্টরনেট/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি