![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল লিটারেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বুধবার রংপুর বিভাগের ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে অনুষ্ঠিত হল ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ।
অনলাইনে অনুষ্ঠিত হওয়া প্রশিক্ষণ কার্যক্রমটিতে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারী থেকে ৩৯৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে বাস্তবায়িত হচ্ছে’ বাংলাদেশ সরকারের জন্য নিরপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন’ শীর্ষক প্রকল্প।
দেশের জনগণের জন্য নিরাপদ ইন্টারনেটের অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশব্যাপী এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮ টি জেলা থেকে ৩৯৮ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের প্রকল্প পরিচালক জনাব মোঃ সাইফুল আলম খান। তিনি বলেন, ‘ডিজিটাল লিটারেসি কার্যক্রমে স্কুল পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই জরুরি। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। ডিজিটাল সিটিজেনশিপ নিশ্চিত করতে হলে, তাদের দিয়েই কাজ শুরু করতে হবে।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি