![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: নেটফ্লিক্স তাদের প্লাটফর্মে লাইভস্ট্রিমিং ফিচার যোগ করার পরিকল্পনা করছে। জানা গেছে, আনস্ক্রিপ্ট শো এবং স্ট্যান্ড আপ স্পেশালগুলোর জন্য ফিচারটি অন্তর্ভুক্ত করা হবে; এর কার্যক্রম এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।
দর্শকরা যাতে প্রতিযোগিতা শোগুলোয় অংশগ্রহনের সুযোগ পায় সেজন্য লাইভস্ট্রিমিংয়ের সঙ্গে একটি ভোটিং সিস্টেমও যুক্ত করতে চাচ্ছে নেটফ্লিক্স। অর্থাৎ এর মাধ্যমে ২০ বছর আগে থেকে সম্প্রচার শুরু হওয়া ‘আমেরিকান আইডলের’ মতো শোগুলোয় দর্শকদের যুক্ত করতে পারবে।
আশা করা হচ্ছে এই অংশগ্রহনমূলক অনুষ্ঠানগুলোর সুবাদে নেটফ্লিক্সের ব্যবহারকারীরা তাদের সাবসক্রিপশন বাতিল করার পরিবর্তে ধরে রাখতে উৎসাহী হবেন এবং আকর্ষণীয় কোন অনুষ্ঠানের ক্ষেত্রে পুনরায় সাবসক্রিপশন করবে।
এদিকে সাবসক্রাইবারের সংখ্যা বাড়াতে আরো কিছু উপায় নিয়ে ভাবছে নেটফ্লিক্স। যেমন-পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা এবং মোবাইল গেম প্রকাশ অব্যাহত রাখা। এছাড়াও কিছু লাইভ স্ট্রিমিং প্রোগ্রাম শুরুর মাধ্যমে কনটেন্ট সম্প্রসারিত করাও সাবসক্রাইবার বৃদ্ধির একটি লক্ষ্য।
সূত্র : ইনআটরনেট/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি