শৈবাল থেকে উৎপন্ন বিদ্যুতে চলছে কম্পিউটার

ছবি: বিবিসি

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: শৈবাল থেকে বিদ্যুৎ উৎপাদন করে টানা একবছর কম্পিউটার চালিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন একটি ডাবল এ (এএ) ব্যাটারির সমান বিদ্যুৎ তৈরির সিস্টেমটিতে  সিনোকসেটিস নামে নির্বিষ নীল-সবুজ শৈবাল ব্যবহার করা হয়েছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শৈবাল ‘সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্য্য থেকে প্রাকৃতিকভাবে জ্বালানী উৎপন্ন করে থাকে।’ গবেষকরা বিশ্বাস করেন এই ব্যবস্থাটি ‘ছোটখাট ডিভাইসগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি নির্ভরযোগ্য এবং নবায়নযোগ্য উপায় হওয়ার সম্ভাবনা রাখে।’ তারা আরো জানিয়েছেন, খুবই সাধারন, কমদামি এবং পুনঃব্যবহারযোগ্য উপাদান দিয়ে এই বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাটি তৈরি করা হয়েছে। এর মানে হচ্ছে ইন্টারনেট অব থিংসের (আইওটি) অংশ হিসেবে বিপুল সংখ্যক ছোট ডিভাইস চালানোর জন্য খুব সহজেই এ ধরনের হাজার হাজার বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা তৈরি করা যায়। 

ইন্টারনেট অব থিংস বা আইওটি হচ্ছে ইলেক্ট্রনিকস ডিভাইসের একটি ব্যাপক এবং বর্ধনশীল নেটওয়ার্ক যার প্রতিটিতে খুব অল্প পরিমানে শক্তি ব্যবহার করা হয়; যা স্মার্টওয়াচের মতো ইন্টারনেটের মাধ্যমে রিয়েল টাইম ডেটা সরবরাহ ও বন্টন করে। সালোকসংশ্লেষনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ একটি অ্যালুমিনিয়াম ইলেক্ট্রোডের সাথে মিথষ্ক্রিয়া করে মাইক্রোপ্রসেসরকে শক্তি যোগান দেয়।

Techshohor Youtube

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার হুয়ে বলেছেন, ‘আমাদের সালোকসংশ্লেষণ যন্ত্রটি ব্যাটারির যেভাবে কাজ করে সেভাবে চালিত হয় না কারণ এটি আলোকে অব্যাহতভাবে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে।’

পরীক্ষামূলক হিসেবে যন্ত্রটি একটি আর্ম কোর্টেক্স এমও+ কে শক্তি সরবরাহে ব্যবহার করা হয়েছিলো। এটি ছিলো ইন্টারনেট অব থিংসে ব্যাপকভাবে ব্যবহৃত একটি মাইক্রোপসেসর। 

ক্যামব্রিজভিত্তিক মাইক্রোপ্রসেসর ডিজাইন কোম্পানি আর্ম প্রকল্পটি পরিচালনার ক্ষেত্রে গবেষকদের সহায়তা করেছে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি বিভাগের আরেক অধ্যাপক পাওলো বোমবেলি বলেছেন, ‘এই যন্ত্রটি কিভাবে একটি লম্বা সময় ধরে কাজ করবে সে বিষয়ক পরীক্ষা করে আমরা সন্তুষ্ট। আমরা ধারণা করেছিলাম কয়েক সপ্তাহ পর এটি বন্ধ হয়ে যাবে কিন্তু এটি চলছে।’

সূত্র : বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন