![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি কোয়ালকম এ মাসের ২০ তারিখ সিস্টেম-অন-চিপ (এসওসি) স্ন্যাপড্রাগনের নতুন সংস্করন বাজারে আনতে যাচ্ছে। চীনে স্ন্যাপড্রাগন নাইট অনুষ্ঠানে ৮জেন ওয়ানপ্লাস এবং ৭ জেন ওয়ান প্লাটফর্মেরও দুটি বড় ঘোষণা আসতে পারে।
জানা গেছে, বর্তমানের স্ন্যাপড্রাগন ৮ জেন ওয়ান সংস্করনটি পুরনোটির তুলনায় কিছুটা উন্নত। নতুন সংস্করনটিতে জিপিইউ কিছুটা আপগ্রেড করা থাকলেও একই সিপিইউ স্ট্রাকচার (থ্রিগিগাহার্টজে একটি কোরটেক্স এক্স২ প্রাইম কোর, তিনটি কোর্টেক্স এ৭১০ পারফর্মেন্স ইউনিট এবং চারটি কোর্টেক্স এ৫১০ এফেসিয়েন্সি কোর )ব্যবহার করা হয়েছে।
নতুন ফ্লাগশিপ চিপসেটটি টিএসএমসির ৪ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। সর্বপ্রথম মটোরোলা তাদের এজএক্স৩০ ফোনে এই চিপসেটটি ব্যবহার করবে।
অন্যদিকে স্ন্যাপড্রাগন ৭ জেন ওয়ান এ ২ দশমিক ৩৬ গিগাহার্টজ এবং অ্যার্ডেনো ৬৬২ জিপিইউর পাশাপাশি এক দশমিক ৮ গিগাহার্টজ এবং চারটি কোর্টেক্স এ৭১০ পাফর্মেন্স কোরস রয়েছে।
বলা হচ্ছে আগামি ২৩ তারিখ আসন্ন অপ্পোর রেনো৮ ফোনে নতুন এসডি৭ সিরিজের চিপসেট ব্যবহার করা হবে।
সূত্র : ইন্টারনেট/আরএপি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি