আর 'ফিফা ফুটবল' গেইম বানাবে না ইএ স্পোর্টস

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ‘ফিফা’ ফুটবল টাইটেল নিয়ে আর গেইম তৈরি না করার সিদ্ধান্ত নিয়েছে ভিডিও গেম নির্মাতা ইলেক্ট্রনিকস আর্টস (ইএ) স্পোর্টস। গেইমিংয়ের ইতিহাসে এটি অন্যতম মুনাফাসক্ষম ব্র্যান্ড হওয়া সত্ত্বেও লাইসেন্সের খরচসহ আরো কিছু কারণে ফিফার সঙ্গে আর পার্টনারশিপে থাকছে না ইএ। মার্কিন কোম্পানিটি জানিয়েছে তারা ফুটবল ভিডিও গেম নির্মাণ অব্যাহত রাখবে। তবে ২০২৩ সাল থেকে ‘ইএ স্পোর্টস এফসি’ নামে নতুন ব্যানারে ভিডিও গেম তৈরি করবে তারা। তারা রিয়েল-ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স অফারও অব্যাহত রাখবে। আর এ জন্য তারা ফিউচার গেমসের জন্য ১৯ হাজার অ্যাথলেট, ৭০০ টিম, ১০০ স্টেডিয়ামের চুক্তিবদ্ধ হয়েছে।

ইএ স্পোর্টস সর্বপ্রথম ১৯৯৩ সালে ফিফা গেম নির্মাণ করে এবং তখন থেকেই তারা এই ফ্রাঞ্চাইচির দায়িত্বে রয়েছে।

ইএ স্পোর্টসের ভাইস প্রেসিডেন্ট ডেভিড জ্যাকসন বিবিসিকে বলেছেন, স্টুডিও মনে করছে ‘ব্রান্ড ফর দ্য ফিউচার’ নির্মাণে ভিন্ন নির্দেশনায় কাজ করার এখনই সময়। তিনি আরো বলেছেন, ‘ফুটবলের বিশ্ব এবং বিনোদনের জগত পরিবর্তিত হচ্ছে। এগুলো আমাদের পণ্যের সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠছে।’ 

Techshohor Youtube

ফিফা ফ্রাঞ্চাইচি  লাইসেন্সিং এগ্রিমেন্টে এতোটাই সফল হয়েছিলো যে তা স্ক্রিনে টিম কিট, খেলোয়ারদের চেহারা এবং স্টেডিয়ার সঠিক উপস্থাপনা দেখা যেতো মাঠে।

সূত্র : বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন