![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ডিজিটাল লিটারেসি বিষয়ে সচেতনতা বদ্ধিৃ করতে আয়োজিত হল ডিজিটাল লিটারেসি প্রশিক্ষণ। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৮৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯৫ জন শিক্ষক অংশগ্রহণ করল এই প্রশিক্ষণে ।
তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে বাস্তবায়িত হচ্ছে’ বাংলাদেশ সরকারের জন্য নিরপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন’ শীর্ষক প্রকল্প।
দেশের জনগণের জন্য নিরাপদ ইন্টারনেটের অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশব্যাপী এই প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে প্রশিক্ষণটি হয়েছে ।
প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক জনাব মোঃ সাইফুল আলম খান। তিনি বলেন, ‘ডিজিটাল লিটারেসি কার্যক্রমে স্কুল পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করা খুবই জরুরি। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব। ডিজিটাল সিটিজেনশিপ নিশ্চিত করতে হলে, তাদের দিয়েই কাজ শুরু করতে হবে।’
প্রশিক্ষণ কার্যক্রমটি অনলাইনে অনষ্ঠিুত হয়। কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম,চাঁদপুর,নোয়াখালী,ফেনী,বান্দরবান , ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও লক্ষীপুর থেকে ৩৭৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি