![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি টেক জায়ান্ট মাইক্রোসফট এর কার্যক্রম পরিদর্শন করেছেন । তিনি মাইক্রোসফট টিমের সাথে মতবিনিময়ও করেন।
এসময় তিনি টেক জায়ান্টটির হার্ডওয়ার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো প্রত্যক্ষ করেন।
মাইক্রোসফট টিমের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারি- বেসরকারি সংস্থাগুলির জন্য প্রস্তুতকৃত উদ্ভাবন ও উদ্যোগসমুহ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)পরিষেবা এবং এ সংক্রান্ত বাধাগুলো সম্পর্কে অবহিত হন৷
এসময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহীগনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি