![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ড্রোনের সাহায্যে যুক্তরাজ্যের দূরবর্তী স্থানগুলোয় চিঠিপত্র পাঠাতে চাচ্ছে ব্রিটিশ মাল্টিন্যাশনাল পোস্টাল সার্ভিস ও কুরিয়ার কোম্পানি রয়েল মেইল। আর এ জন্য ৫০০ ড্রোনের একটি বহর তৈরির পরিকল্পনা গ্রহন করেছে কোম্পানিটি।
রয়েল মেইল যেসব ড্রোন ব্যবহার করবে তা তুলনামূলক অনেক বড়। ডানা থেকে উইংটিপ পর্যন্ত ৩২ দশমিক ৮ ফুট। এসব ড্রোন এক হাজার কিলোমিটার (৬২১ মাইল) উড়তে এবং ১০০ কেজি পর্যন্ত পণ্য পরিবহনে সক্ষম।
রয়েল মেইলের ড্রোন ট্রায়ালের প্রধান ক্রিস প্যাক্সটন বিবিসিকে বলেছেন, ড্রোনগুলো দেখতে অনেকটা ছোট প্লেনের মতো। পার্থক্য শুধুমাত্র এখানে কোন পাইলট থাকে না। খুব ছোট জায়গার মধ্যেই উড্ডয়ন ও অবতরন করতে পারে।
রয়েল মেইল কর্তৃপক্ষ আশা করছে আগামি তিন বছরের মধ্যে ২০০টি ড্রোন ৫০টি নতুন রুটে যাতায়াত করবে। সবার প্রথমে সিসিলি দ্বিপপুঞ্জ, শেটল্যান্ড দ্বীপপুঞ্জ, অর্কনি দ্বীপপুঞ্জ এবং হেব্রাউডস দ্বীপপুঞ্জ এই সুবিধা পাবে।
ড্রোনের ব্যবহার নিয়ে রয়েল মেইল বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। সর্বশেষ এপ্রিলে শেটল্যান্ড দ্বীপপুঞ্জে ট্রায়াল সম্পন্ন হয়।
ড্রোন নির্মাতা উয়াইন্ডরেসার জানিয়েছে, পাইলট পরিচালিত এয়ারক্রাফটের তুলনায় এসব ড্রোনে ৩০ শতাংশ কম বায়ু দূষণ হয়। এছাড়া প্রচলিত উড়োজাহাজের তুলনায় বৈরি আবহাওয়াতে কম প্রভাবিত হবে।
বিবিসি/আরএপি