![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: গুগলের বার্ষিক আই/ও মূলত অ্যান্ড্রয়েডের ইকোসিস্টেমের সঙ্গে কাজ করে এমন ডেভেলপারদের জন্য। কিন্তু আমরা মাঝে মাঝে এখানে কিছু হার্ডওয়্যার এবং গুগলের ফিউচার পণ্যগুলো নিয়ে কিছু চমকপ্রদ ঘোষণা শুনতে পাই।
বার্ষিক আই/ও উদ্বোধন করবেন গুগলের প্রধান নির্বাহি কর্মকর্তা সুন্দর পিচাই। তিনি এ সময় কোম্পানির ভবিষ্যত পরিকল্পনা, পরিবেশবান্ধব প্রকল্প এবং প্রাইভেসি সম্পর্কে ধারণা দিবেন। অনেকে ধারনা করছেন এ অনুষ্ঠানে পিক্সেল ওয়াচ এবং সাশ্রয়ীমূল্যের পিক্সেল সিক্সএ স্মার্টফোন দেখা পাওয়া যাবে।
এআই সম্পর্কিত কিছু ঘোষণাও আসতে পারে। কিছু নতুন গুগল অ্যাসিসট্যান্ট ফিচার এবং আমাদের বাড়ির জন্য স্মার্ট স্পিকারসহ আরো কিছু ফিচারের হালনাগাদ করার ঘোষণা আসতে পারে।
আলোচনা হতে পাওে অ্যান্ড্রয়েড ১৩ এবং পরবর্তী প্রজন্মের ওয়্যার ওএসের মতো প্রযুক্তি নিয়ে।
আরএপি