![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে ফেইসবুক, গুগল, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলো ভ্যাট ফাঁকি দিচ্ছে, এমন মনে হলে অডিট করবে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর সদস্য আব্দুল মান্নান শিকদার বলছেন, ‘সাধারণভাবে সময় অনুযায়ী বড় কোম্পানিগুলোর অডিট করা হয় । যদি আমাদের মনে হয় যে এসব কোম্পানি ভ্যাট ফাঁকি দিচ্ছে, তখনই আমরা অডিটের ব্যবস্থা করব।’
বৃহস্পতিবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) চালানের ১৬তম লটারির ড্র অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মান্নান বলেন, ‘আমরা মনে করি না যে, ফেইসবুক, গুগল বা অ্যামাজনের মতো প্রযুক্তির বৈশ্বিক কোম্পানিগুলো ভ্যাট ফাঁকি দিতে পারে। বাংলাদেশে তারা ভ্যাট ফাঁকি দিচ্ছে বলে আমরা মনেও করি না। তবে, আমাদের যদি মনে হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এসব প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকি দিচ্ছে তাহলে আমরা তাদের বিরুদ্ধে অডিট করব।’
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা, সদস্য (কাস্টমস নীতি) মাসুদ সাদিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি