![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবারের ঈদে মানুষের সঙ্গে ঢাকার বাইরে গেছে ১ কোটি ১৬ লাখের বেশি সিম।
বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি এবং ঈদের আগেরদিন সোমবার এই ছয় দিনে ঢাকা হতে সিমের এই গতিপ্রকৃতি দেখা গেছে ।
বিটিআরসিকে দেয়া মোবাইল ফোন অপারেটদের হিসাব বলছে, ২ মে ঢাকার বাইরে গেছে ১৩ লাখ ৯৭ হাজার ৬৩ টি সিম, ১ মে গেছে ২৮ লাখ ৯৫ হাজার ৮০৯ টি সিম, ৩০ এপ্রিল গেছে ২৩ লাখ ৭৬ হাজার ২২৬ টি, ২৯ এপ্রিল ঢাকার বাইরে গেছে ১৯ লাখ ৩২ হাজার ৯৯০ সিম । এছাড়া ২৭ ও ২৮ এপ্রিল গেছে প্রায় ৩০ লাখ সিম।
এরমধ্যে ১ ও ২ মে গ্রামীণফোনের ঢাকার বাইরে গেছে ২১ লাখ ৭১ হাজার ৩টি, রবির ৯ লাখ ৩৯ হাজার ৭৫২ টি, বাংলালিংকের ১০ লাখ ৩ হাজার ২২৭ টি এবং টেলিটকের ১ লাখ ৭৮ হাজার ৮৯০ টি।
এছাড়া ২৯ ও ৩০ এপ্রিল গ্রামীণফোনের গেছে ১৮ লাখ ৬২ হাজার ১৩৬ টি সিম, রবির ১১ লাখ ৭৬ হাজার ৩৪০ টি, বাংলালিংকের ১১ লাখ ২৪ হাজার ৭৩২ টি এবং টেলিটকের ১ লাখ ৪৬ হাজার ৮টি ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে বলেন, সিম মুভমেন্টের এই হিসাব শতভাগ সিমের অবস্থান নিশ্চিত করে দেয়া হয়েছে। দেশে ১৮ কোটির মতো সিম। এখন ১৮ কোটি সিম আছে ১২ কোটি মানুষের কাছে। একজনের কাছে গড়ে দেড়টা করে সিম আছে।
তিনি জানান, ৬ দিনে মোট ১ কোটি ১৬ লাখের বেশি সিম ঢাকা ছেড়েছে । ঈদের ছুটি শেষে এসব সিমের আবার ঢাকায় ফেরার মুভমেন্ট দেখা যাবে।
এরআগে ২০২১ সালের ঈদেও প্রায় ১ কোটি সিম ঢাকার বাইরে গিয়েছিলো।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি