তৈরি হলো ফ্লাইং ট্যাক্সির প্রথম স্টেশন

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ইংল্যান্ডের কনভেন্ট্রিতে বিশ্বের প্রথম ফ্লাইং ট্যাক্সি এবং স্বয়ংক্রিয় কার্গোর মতো ইলেক্ট্রিক ভার্টিক্যল টেক-অফ ও ল্যান্ডিং (ইভিটিওএল) করে এমন যানবাহনের জন্য স্টেশন উন্মোচিত হয়েছে। সুপারনালের পৃষ্ঠপোষকতায় ব্রিটিশ কোম্পানি আরবান এয়ার পোর্ট এই এয়ারওয়ান নামের হাবটি তৈরি করেছে, যেখান থেকে ইলেক্ট্রিক যানবাহন উড্ডয়ন ও অবতরন করবে। আরবান এয়ারপোর্ট বলছে এটি দূষণমুক্ত শহুরে যানবাহনের একটি নতুন সূচনা।

প্রযুক্তিটির ক্রমবর্ধমান চাহিদার কারনে আগামি পাঁচ বছরের মধ্যে দুইশতাধিক ভার্টিপোর্ট তৈরির পরিকল্পনা গ্রহন করেছে আরবান এয়ার পোর্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে এডভান্সড এয়ার মোবিলিটি (এএএম) বাজার এখন সম্প্রসারিত হচ্ছে। আগামি দুই দশকের মধ্যে তা বার্ষিক ৯ শতাংশ বেড়ে এক ট্রিলিয়ন ডলারে পৌঁছুবে।

এয়ার-ওয়ানের লক্ষ্য হলো এমন একটি স্থল-পরিকাঠামো তৈরি করা যা কার্বনমুক্ত পরিবহন, বায়ুদূষণ এবং যানজট কমাবে। এটি যাত্রীদের যাতায়াত ও পণ্য সরবরাহকে আরো নির্বিঘ্ন করবে।

Techshohor Youtube

আরবান এয়ারপোর্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহি চেয়ারম্যান রিকি সান্ধু বলেছেন, ‘এয়ার-ওয়ান উন্মোচনের মুহুর্তটি স্মরনীয়। এটি পরিবহনের একটি নতুন যুগের সূচনা করলো। এছাড়াও বিভিন্ন শহরের মধ্যে দূষণশূন্য,যানজটমুক্ত ভ্রমনের ফলে মানুষ আরো সুখী ও স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারবে এবং আগের তুলনায় তারা আরো সংযুক্ত হবে। গাড়ি চলার জন্য সড়ক, ট্রেনের জন্য রেললাইন এবং প্লেনের জন্য এয়ারপোর্ট রয়েছে। এখন থেকে ইভিটিওএলগুলোর জন্য থাকবে আরবান এয়ারপোর্ট।

ইন্টারনেট/আরএপি

*

*