গুগল প্লে স্টোরে অ্যাপ লিস্টিংয়ের জন্য যোগ হলো ডাটা সেফটি সেকশন

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: প্লে স্টোরের অ্যাপ লিস্টিংয়ের জন্য ‘ডাটা সেফটি সেকশন’ নামে নতুন একটি অ্যাপ যোগ করেছে গুগল। এরফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আর হন্যে হয়ে প্রাইভেসি পলিসি পেইজ খুঁজতে হবে না।

কিভাবে একটি অ্যাপ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও শেয়ার করে থাকে তা খুব সহজ ভাষায় বুঝিয়ে থাকে এই ডাটা সেফটি সেকশন অ্যাপ। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ডেভেলপারদেরকে আগামি ২০ জুলাইয়ের মধ্যে তাদের অ্যাপসগুলোর জন্য এই সেকশনটির কাজ শেষ করতে হবে।

আপনি যখন কোন অ্যাপ ইনস্টল করেন তখন সফটওয়্যারটি পরিচালনার জন্য কোন ধরনের ডাটা পারমিশন প্রয়োজন সে বিষয়ে বিস্তারিত জানায় অ্যান্ড্রয়েড ওএস। গুগল দেখতে পেয়েছে ব্যবহারকারী এবং অ্যাপ ডেভেলপাররা তথ্য ব্যবহার নিয়ে আরো বেশি কিছু জানতে চায়।

Techshohor Youtube

কোম্পানিটি জানিয়েছে, ‘ব্যবহারকারীরা জানতে চায় কোন উদ্দেশ্যে তাদের ডাটা সংগ্রহ করা হচ্ছে এবং তৃতীয়পক্ষের কাছে তা শেয়ার করা হবে কিনা। এছাড়াও একটি অ্যাপ ডাউনলোড করার পর কিভাবে ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা হয় সে বিষয়েও জানতে চাওয়া হয়।’

গুগলের এই ডাটা সেফটি সেকশনটি অ্যাপলের ‘প্রাইভেসি নিউট্রিশন লেবেলের’ মতোই; ২০২০ সালে এই অ্যাপটি চালু করেছিলো। ডাটা সেফটি অ্যাপের ডাটা পলিসির সারসংক্ষেপ প্রদান করে। এরমধ্যে তথ্য সংগ্রহ বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক এ বিষয়টিও বলা হয়।

ডেভেলপারদের অ্যাপের নিরাপত্তা অনুশীলনের বিষয়গুলোও প্রকাশ করতে হবে। যেমন-ট্রানজিটে ডাটা এনক্রিপ্ট করা হয়েছে কিনা এবং তথ্য মুছে ফেলার ক্ষেত্রে ব্যবহারকারীর কাছে জানতে চাওয়া হবে কিনা।

নতুন সিস্টেমটিতে তথ্য সংগ্রহ নিয়ে প্রতিটি অ্যাপের পদ্ধতি দৃশ্যমান হওয়ার কারনে তা গুগল প্লে স্টোরের নিরাপত্তা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এছাড়া যেসব অ্যাপ স্টোর এসব মেনে চলতে পারবে না সেগুলোকে অ্যাপ স্টোর থেকে ডিলিস্ট করে ফেলা হবে।

ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন