![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সিম্ফনির সাথে কো-ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন ফোরজি হ্যান্ডসেট জিপি-সিম্ফনি জি৫০ নিয়ে এলো গ্রামীণফোন। এ উপলক্ষে ২৫ এপ্রিল সোমবার জিপি হাউজে গ্রামীণফোন ইনোভেশন ল্যাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব, হেড অব প্রোডাক্ট মো. মাহবুবুল আলম ভুঁইয়া, হেড অব ডিভাইস ভিএএস অ্যান্ড রোমিং সর্দার শওকত আলী এবং এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ ও হেড অব মোবাইল সেলস মোহাম্মদ আবু সায়েম, উই ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
সিম্ফনি নতুন কো-ব্র্যান্ডেড জিপি-সিম্ফনি জি৫০ ফোরজি স্মার্টফোনে রয়েছে ৫.৭ ইঞ্চির ২.৫ ডি কার্ভড গ্লাস ডিসপ্লে। যার ফলে, এই ডিসপ্লেতে ভিডিও ও ছবি আরও উজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যাবে। ফোনটিতে রয়েছে ১.৪ গিগা হার্জ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম এবং ব্যবহারকারীরা যাতে নির্বিঘ্নে সকল কাজ সম্পন্ন করতে পারেন এজন্য আছে ৩২ জিবি রম। স্মার্টফোনটিতে রয়েছে ৫ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটিতে রয়েছে ৩,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
সেটটির দাম ৫,৯৯০ টাকা , ডার্ক ব্লু ও লাইট গ্রিন – এই দুটি ভিন্ন রঙে বাজারে পাওয়া যাবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, দেশজুড়ে সকল স্থানে কানেক্টিভিটি সুবিধার কারণে গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে ডিজিটাল ব্যবধান কমে এসেছে। আমি মনে করি, ডিজিটালাইজেশনের মাধ্যমে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ – ডিজিটাল অর্থনীতিতে, উন্নীত করার এখনই সময়। যার ধারাবাহিকতায়, আমরা সারাদেশে ফোরজির বিস্তৃতিসহ ই-সিমের মতো নানা সুবিধা নিয়ে এসেছি। এখন সিম্ফনির সাথে আমাদের নতুন এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে ফোরজি স্মার্টফোনের ব্যবহার বিস্তৃত এবং তরুণদের সম্ভাবনা উন্মোচন করা সম্ভব হবে।
এ প্রসঙ্গে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, “২০১২ সাল থেকে গ্রামীণফোন ও সিম্ফনি নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে সফলভাবে বিভিন্ন ডিজিটাল সেবা ও পণ্য উন্মোচন করছে। এ ধরনের ফলপ্রসূ পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখতে পেরে আমরা আনন্দিত। এ কো-ব্র্যান্ডেড হ্যান্ডসেট উন্মোচনের মাধ্যমে দ্রুতগতির মোবাইল কানেক্টিভিটির সুবিধার মাধ্যমে নারীর ক্ষমতায়ন ত্বরাণ্বিত হবে বলে আমি প্রত্যাশা করছি।
উই ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, কোভিড-১৯ এর প্রতিকূল পরিস্থিতি অনেক নারীর মাঝে ইতিবাচক পরিবর্তন এনেছে। বিশেষ করে, যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে নিজেদের স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করতে চান। আমি মনে করি, কানেক্টিভিটি ও প্রযুক্তির ইন্ট্রিগ্রেশন তাদের প্রতিদিনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নারীদের জন্য সাশ্রয়ী দামে ফোরজি ফোন উন্মোচনের জন্য গ্রামীণফোন ও সিম্ফনির এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান ।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
আরও পড়ুন
নির্দিষ্ট আউটলেট থেকে ই-সিমে আপগ্রেড করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা
অনলাইনে বাংলা ভাষার সঠিক ব্যবহারে গ্রামীণফোনের সচেতনতামূলক উদ্যোগ