৪৩৮ টি নির্বাচন কমিশন অফিসে ভিপিএন স্থাপন করবে বিটিসিএল

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের ৪৩৮টি নির্বাচন কমিশন অফিসে ভিপিএন নেটওয়ার্ক স্থাপন করবে বিটিসিএল। রবিবার রাজধানীর আগারগাও নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবালয়ের সঙ্গে বিটিসিএল এর চুক্তি স্বাক্ষর হয়েছে ।

চুক্তির সময় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনসহ বিটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নির্বাচন কমিশনের সচিবসহ কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা সার্ভার স্টেশনগুলোর সঙ্গে ফাইবার অপটিকের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি)-এর নিজস্ব ইন্টারনেট নেটওয়ার্ক বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপনের কাজ করবে সরকারি মালিকনাধীন টেলিযোগাযোগ কম্পানি বিটিসিএল।  

Techshohor Youtube

ইসি সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, উচ্চগতির এবং নিরাপদ এ নেটওয়ার্ক চালু হলে উপজেলা পর্যায় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কাজ পুরো মাত্রায় শুরু হবে। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, সংশোধনও সহজে করা যাবে। গতি পাবে নির্বাচন সংক্রান্ত নানা তথ্য আদান-প্রদানের কাজ।

বিটিসিএল এর এমডি ড. মোঃ রফিকুল মতিন বলেন , মানসম্মত সেবা এবং দ্রুত গতির নেটওয়ার্কের জন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি । গ্রাহকদের সহযোগিতা আমাদের আরও আরও গতিশীল করবে ।

বিটিসিএলের পক্ষে সিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং মো. আনোয়ার হোসেন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে সিস্টেম ম্যানেজার আইসিটি উইং মো. রফিকুল হক এ চুক্তিতে সই করেন।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি

*

*

আরও পড়ুন