১৭ ব্যাংক হতে ১২০০ কোটি টাকা লোন নিচ্ছে বাংলালিংক

আল-আমীন দেওয়ান : স্পেকট্রামের দাম পরিশোধসহ নেটওয়ার্ক আধুনিকীকরণে ১২০০ কোটি টাকা লোন নিচ্ছে বাংলালিংক।

‘সিন্ডিকেটেড’ এ লোন দিচ্ছে দেশের ১৭টি ব্যাংক।

এই ৩১ মার্চ বিটিআরসির নিলামে বাংলালিংক ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৪০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে। যার মূল্য ২৬০ মিলিয়ন ডলার বা প্রায় ২ হাজার ২৪২ কোটি টাকা।

Techshohor Youtube

অপারেটরটি এই লোন হতে স্পেকট্রামের দামের কিস্তি পরিশোধ, নেটওয়ার্ক আধুনিকীকরণ এবং ফোরজি সম্প্রসারণের কাজ করবে।

এই লোনের ‘লিড অ্যারেঞ্জার’ ইস্টার্ন ব্যাংক। ‘কো-অ্যরেঞ্জার’ ব্র্যাক, ডাচ-বাংলা, প্রাইম, সিটি এবং ট্রাস্ট ব্যাংক।

এছাড়া রয়েছে ব্যাংক এশিয়া, কর্মাশিয়াল ব্যাংক অব সেইলন, ঢাকা ব্যাংক, হাবিব, যমুনা, মেঘনা, মার্কেন্টাইল, মিচুয়াল ট্রাস্ট, এনসিসি, ওয়ান এবং ইউসিবি ব্যাংক।

বাংলালিংক স্পেকট্রাম নিলামের আগেও ‘আলোচনা’ ছিলো স্পেকট্রাম কিনতে ও তার ব্যবহারে কোম্পানিটিকে বিনিয়োগ নিয়ে ভাবতে হবে।

যদিও বাংলালিংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, এখানকার বাজার বেশ প্রতিযোগিতার। এরপরও তারা বিনিয়োগ করে যাচ্ছেন কারণ তারা বাংলাদেশ হতে ভালো মুনাফার আশা করেন।

এবার স্পেকট্রাম কেনার পর বাংলালিংকের সিইও এরিক অস বলছিলেন, নতুন কেনা স্পেটকট্রাম আসছে দুই-তিন বছর ফোরজির জন্য ব্যবহার করবেন তারা।

*

*

আরও পড়ুন