![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের সাবস্ক্রাইবারের সংখ্যা এক দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো কমে গিয়েছে। চলতি বছরের প্রথম তিনমাসেই কোম্পানিটি দুই লাখ সদস্য হারিয়েছে বলে জানা গিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোয় মূল্য বৃদ্ধির পাশাপাশি রাশিয়া থেকে কার্যক্রম গুটিয়ে নেয়ার পরই সাবস্ক্রাইবার কমে যাওয়ার খবর পেল নেটফ্লিক্স।
শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে নেটফ্লিক্স জানিয়েছে, মহামারীর সময় সাবসস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে সামগ্রিক চিত্রটি বোঝা যায় নি। আগামি জুলাই পর্যন্ত আরো ২০ লাখ সদস্য তাদের প্লাটফর্ম ছেড়ে যাবে বলে বিনিয়োগকারীদের সতর্ক করেছে নেটফ্লিক্স।
প্রান্তিককালীন ফলাফল প্রকাশকালে কোম্পানিটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘আমাদের রাজস্ব প্রবৃদ্ধি উল্লেখযোগ্যহারে কমে গিয়েছে। এছাড়া তুলনামূলক বড় পরিবারে প্রবেশ যেখানে বড় সংখ্যার পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে অ্যাকাউন্ট শেয়ার করে। এসব বিষয়ের সাথে সাথে প্রতিযোগিতার কারণে আয় প্রবৃদ্ধিতে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
সর্বশেষ ২০১১ সালে এক-চতুর্থাংশ সদস্য হারিয়েছিল নেটফ্লিক্স। এরপরেও বিশ্বব্যাপি কোম্পানিটির ২২০ মিলিয়নের বেশি সাবসস্ক্রাইবার রয়েছে।
নেটফ্লিক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের সূত্র ধরে রাশিয়ায় কার্যক্রম বন্ধ করার কারনে সাত লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে তারা। এছাড়া মূল্য বৃদ্ধির কারনে যুক্তরাষ্ট্র ও কানাডায় আরো ছয় লাখ ব্যবহারকারী বর্তমানে নেটফ্লিক্স ব্যবহার বন্ধ রেখেছে।
এদিকে চলতি বছরের প্রথম তিন মাসে নেটফ্লিক্সের আয় বেড়ে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি হয়েছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮ শতাংশ বেশি। তবে এর আগের প্রান্তিকগুলোর তুলনায় আয়ে বেশ শ্লথগতি চলছে। মুনাফা ৬ শতাংশের বেশি কমে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অবশ্য জাপান ও ভারতের মতো কিছু কিছু দেশে সাইন-আপের পরিমান বেড়ে যাওয়ার কারনে এই প্রান্তিকের লোকসানের প্রভাব কিছুটা হলেও প্রশমিত হয়েছে।
নেটফ্লিক্স জানিয়েছে তারা আন্তর্জাতিক বাজারের ওপর গুরুত্ব দিচ্ছে এবং পারিবারিক অ্যাকাউন্ট শেয়ার করে এমন ১০০ মিলিয়ন ব্যবহারকারীকে ধরে রাখার চেষ্টা করছে। এরমধ্যে ৩০ মিলিয়নের বেশি সদস্য যুক্তরাষ্ট্র ও কানাডার। এছাড়া কোম্পানিটি বিজ্ঞাপনের ক্ষেত্রেও জোর দিচ্ছে।
এদিকে অ্যামাজন ও অ্যাপলের পাশাপাশি ডিজনির মতো অনলাইন স্ট্রিমিং সার্ভিসে বিপুল অর্থ বিনিয়োগের কারণে নেটফ্লিক্স বর্তমানে তুমুল প্রতিযোগিতার সামনে পড়েছে। পিপি ফোরসাইটের বিশ্লেষক পাওলো পেসক্যাটর জানিয়েছেন, সাবস্ক্রাইবার ধরে রাখার পাশাপাশি আয় বৃদ্ধি করার ভারসাম্য ধরে রাখার চেষ্টার মধ্যে থাকা কোম্পানিটির জন্য একটি ‘বাস্তবতার পরীক্ষা’।
সাবস্ক্রাইবার কমে যাওয়ার খবরে নিউইয়র্কের শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদর ২০ শতাংশের বেশি কমে গিয়েছে। কোম্পানিটির বাজারমূল্য কমেছে ৩০ বিলিয়ন ডলার।
বিবিসি/আরএপি
আরও পড়ুন
পাসওয়ার্ড শেয়ারের সুবিধা বন্ধে নেটফ্লিক্সের নতুন ফিচার
নেটফ্লিক্সের সিনেমায় দেশের পোশাক শিল্প নিয়ে ‘সংলাপে’ আপত্তি, বিজিএমইএর চিঠি