![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যুক্তরাষ্ট্র ও কানাডায় স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা সার্বিকভাবে সবচেয়ে দ্রæততম ফাইভজি ফোন। গতির দিক থেকে উভয় দেশে অ্যাপলের আইফোন ১৩ প্রো ম্যাক্সকেও পেছনে ফেলেছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ আল্ট্রা। ওকলা স্পিডটেস্টের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ সিরিজগুলো নিয়ে প্রাথমিক পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে এস২২ এ ব্যবহৃত কোয়ালকম এক্স৬৫ মডেম অ্যাপলের আইফোন ১৩ তে ব্যবহৃত এক্স৬০ মডেমের তুলনায় ভালো কম সিগনালযুক্ত ছিলো। ধারণা করা হচ্ছে অ্যাপল আইফোন ১৪ তে মডেমটি এক্স৬৫ এ হালনাগাদ করবে।
ওকলার প্রতিবেদনে আরো একটি বিস্ময়কর তথ্য পাওয়া গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ডথ্রি’র ১০০ দশমিক ৮৩এমনিপিএস স্পিড অ্যাপলের আইফোন ১৩ প্রায় কাছাকাছি। এর ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে আইফোন ১৩ এবং গ্যালাক্সি এস২১ এর মতো জেড ফোল্ডথ্রি’তেও এক্স৬০ ব্যবহার করা হয়েছে। তবে কানাডায় এই জেড ফোল্ডথ্রির গতি কেমন সে ফলাফল এখনো পাওয়া যায় নি।
ওকলার পক্ষ থেকে আরো নিশ্চিত করা হয়েছে যে, ক্রাউডসোর্স টেস্টিংয়ে দেখা গিয়েছে আইফোনে ব্যবহৃত এক্স৬০ ফাইভজির তুলনায় স্যামসাং এস২২ সিরিজে ব্যবহৃত স্নাপড্রাগণ জেনারেশন ওয়ান চিপসেট ভালো ডাউনলোডের গতি এনে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রে এই দুটির মধ্যে গতির ব্যবধান ১১২ দশমিক ৬৮ এমবিপিএস থেকে ৯৫ দশমিক ৫৪ এমবিপিএস।
ওকলার স্পিডটেস্ট ইন্টেলিজেন্স ডাটাবেস থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে। এই ডাটাবেসে যুক্তরাষ্ট্র ও কানাডায় হাজার হাজার মোবাইল ফোন যাচাইয়ের তথ্য থাকে।
আরএপি