আসন্ন আইফোন ১৪ ঘিরে যেসব গুজব বিশ্বাস করা যায়

টেকশহরই কনটেন্ট কাউন্সিলর: আশা করা হচ্ছে সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে নতুন নতুন ফিচার ও নকশা নিয়ে আসবে আইফোন ১৪। নতুন এ ফোনটিকে ঘিরে এরইমধ্যে নানা গুজব বাতাসে ভেসে বেড়াচ্ছে। এসবের মধ্যে আস্থা রাখা যায় এমন কিছু গুজব

আইফোন ১৪ স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকতে পারে

ব্লুমবার্গের মার্ক গুরম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছিলো আইফোন ১৪ এর সঙ্গে স্যাটেলাইটের কিছু সংযোগ থাকতে পারে। ২০২১ সাল থেকে শুরু হওয়া এই গুজব ২০২২ সালেও চলছে। বলা হচ্ছে স্যাটেলাইট সংযোগের কারনে নেটওয়ার্কের বাইরে থাকলেও ব্যবহারকারী স্যাটেলাইটে জরুরী বার্তা পাঠাতে পারবেন। লিংক এবং এএসটি-এই দুটি কোম্পানি স্ট্যানডার্ড স্মার্টফোনগুলোয় স্যাটেলাইট সংযোগ দিতে কাজ করছে।

Techshohor Youtube

আইফোন মিনি মৃত; শুধুমাত্র প্রো ফোনে থাকছে এ১৬ প্রসেসর

শীর্ষস্থানীয় আইফোন বিশেষজ্ঞ মিং চি কোউ সম্প্রতি তার টুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন আইফোন মিনির সিরিজগুলো মৃত এবং শুধুমাত্র প্রো-মডেলের আইফোনগুলোয় নতুন এ১৬ প্রসেসর থাকবে। আইফোন মিনি নিয়ে খবরটি দুঃখজনক তবে খুব বেশি অবাক করার মতো নয়। কাউন্টারপয়েন্ট রিসার্চ বলছে ১২ মিনির মতো আইফোন১৩ মিনিও এখন সবচেয়ে অবিক্রিত আইফোন।
অন্যদিকে এ১৬ আইফোনগুলোর জন্য অন্যরকম এক চ্যালেঞ্জ। কারন নতুন ফিচারটি প্রায়ই নতুন সিলিকনের ওপর নির্ভর করে। এমনকি ডীপ ফিউশন এবং নাইট মোডের মতো ক্যামেরার বিভিন্ন বৈশিষ্ট্য বর্তমানে অপটিক্যলের পরিবর্তে অনেক বেশি কম্পিউট্যাশনাল।

আইফোন ১৪ তে হোল-পাঞ্চ নকশা থাকবে

প্রো মডেল ফোনের খাঁজকাটার পরিবর্তে ডিম্বাকৃতির ফেইস আইডি কাটআউট এবং হোল-পাঞ্চ ক্যামেরা থাকবে। এ দুটি বৈশিষ্ট্যই খাঁজকাটা নকশার মতো একই পরিমান জায়গা নিবে। কিন্তু এগুলো লাইভ পিক্সেলের মাধ্যমে আবৃত থাকবে এবং ফোনের সামনে কম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন