আরো স্মার্ট হলো গুগল ডকস

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: টেকজায়ান্ট কোম্পানি গুগল তাদের ক্লাউডভিত্তিক ওয়েবসাইট গুগল ডকস হালনাগাদ করেছে। লেখার সময় আরো ভালো পরামর্শ আসার জন্য বেশ কিছু নতুন অ্যাসিসটিভ রাইটিং ফিচার যোগ করা হয়েছে বলে জানিয়েছে গুগল। তবে গুগল ডকসের এই সুবিধা নির্দিষ্ট কিছু কর্মক্ষেত্রের ব্যবহারকারীদের জন্য।

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গুগল ডকসে আমরা বেশ কিছু নতুন অ্যাসিসটিভ রাইটিং ফিচার যোগ করেছি। যা খুব তাড়াতাড়ি কার্যকরি ডকুমেন্ট তৈরিতে সাহায্য করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের টোন এবং স্টাইলের পরামর্শ দিবে।’

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন সেখানে তা বেগুনি আন্ডারলাইন দিয়ে বুঝিয়ে দিবে ডকস। বর্তমানে বানান ভুল এবং গ্রামার ভুল হলে তা লাল ও নীল আন্ডারলাইনে বুঝিয়ে দেয়া হয়।

Techshohor Youtube

পাঁচ ধরনের পরামর্শ

সবমিলিয়ে গুগল এখন পাঁচ ধরনের ক্ষেত্রে পরামর্শ প্রদান করবে। এগুলো হচ্ছে-

  • ওয়ার্ড চয়েজ বা শব্দ বাছাই: আরো গতিশীল অথবা প্রাসঙ্গিক শব্দ
  • অ্যাক্টিভ ভয়েস: প্যাসিভ ভয়েসের চেয়ে সক্রিয়
  • কনসিসনেস বা সংক্ষেপ: আরো সংক্ষেপ বাক্য
  • ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ বা অন্তর্ভুক্তিমূলক ভাষা: আরো বেশি অন্তর্ভুক্তিমূলক ভাষা অথবা বাক্যাংশ
  • ওয়ার্ড ওয়ানিংস বা শব্দ সতর্কীকরন: সম্ভাব্য অনুপযুক্ত শব্দগুলো পুনঃবিবেচনা করে দেখা।

কিছুদিন আগেই গুগল জানিয়েছিলো মার্কডাউন (অন্যান্য অ্যাপের ব্যবহার করা ভাষা বৃদ্ধি করা) সম্প্রসারিত করতে ডকসের কার্যক্রম সম্প্রসারিত করা হবে। তবে সব ব্যবহারকারীদের জন্য এই ফিচারগুলো নয়। ওয়ার্ড চয়েজ, অ্যাক্টিভ ভয়েস, কনসিসনেস, ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এই ফিচারগুলি মূলত বিজনেস স্ট্যানডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যানডার্ড, এন্টারপ্রাইজ প্লাস এবং এডুকেশন প্লাসের গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

পিসিম্যাগ/আরএপি

*

*

আরও পড়ুন