সোশ্যাল মিডিয়ায় সেল বাড়াতে উই গ্রুপের প্রশিক্ষণ চলছে ৩০ জুন পর্যন্ত

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর আয়োজনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল বাড়ানোর উপায় নিয়ে  প্রশিক্ষন চলছে । গত ২৭ জানুয়ারি , ২০২২ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ।

৬ টি সেশনে ইনস্ট্রাকটর হিসেবে আছেন পিকাবো ডট কম এর সিইও মরিন তালুকদার, রাইটারস অন দি ব্লক এর ফাউন্ডার অজন্তা রিজওয়ানা মির্জা, ইন্সট্রাকটরি ডট কম এর ইন্সট্রাক্টর তাবেন্দা হোসাইন, বিজকোপ এর ফাউন্ডার এন্ড সিইও নাহিদ হাসান, টেক্সর্ট এর ফাউন্ডার এন্ড সিইও এস এম বেলাল উদ্দিন এবং বিআইটিএম এর ট্রেইনার মাকমুন সাফা। 

এই বিষয়ে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা বলেন, ফেইসবুকের মাধ্যমে ব্যবসা বাড়ানোর উপায় এই ৬ টি সেমিনার করে যে কেউ তার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করি।

Techshohor Youtube

কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট এর জন্য কনটেন্ট ডেভেলপ করতে হয়, কোন কনটেন্ট এর মাধ্যমে সঠিক ক্রেতার কাছে পোছানো যায়, কিভাবে মোবাইল এর বিভিন্ন টুলস ব্যবহার করে একটি সুন্দর ছবি, ভিডিও অথবা একটি ডিজাইন তৈরী করতে হয়, একজন কাস্টমার এর কাছে পন্য সেল করার পর দ্বিতীয়বার সেই কাস্টমারের কাছে বার বার পন্য সেল করার নানান কৌশল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ চলছে ।

এবং পরবর্তি অনুষ্ঠিতব্য প্রোগ্রামগুলোর মধ্যে থাকছে ফেসবুক পেইজ এর রিচ কিভাবে বাড়বে, ফেইসবুক ছাড়াও ইন্সটাগ্রাম, ই-মেইল ও অন্যন্য সোস্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে সেল বাড়াবেন, কিভাবে একটি প্রোডাক্ট এর প্রাইজ নির্ধারন করবেন এবং প্রোডাক্টটি কিভাবে প্যাকেজিং করবেন এবং কিভাবে ডেলিভারি করবেন এসব নিয়েও বিস্তারিত হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হবে ।

সূত্র – প্রেস বিজ্ঞপ্তি

*

*

আরও পড়ুন