সেপ্টেম্বরের শুরুতেই হবে আইএফএ বার্লিন

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আগামি ২ সেপ্টেম্বর হতে যাচ্ছে জার্মানির টেক এক্সপো আইএফএ বার্লিন। কোভিড-১৯ মহামারীর কারণে গত বছর এ প্রদর্শনীর আয়োজন করা হয় নি। বরাবরের মতো এ বছরের আয়োজনেও ভোক্তা ইলেক্ট্রনিকস, গৃহস্থালী সরঞ্জাম, তথ্য প্রযুক্তি এবং টেলিযোগাযোগ সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের অত্যাধুনিক সব প্রযুক্তিপণ্য দর্শকদের সামনে উপস্থাপন করবে।

বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর সর্বশেষ মডেলের স্মার্টফোন, পিসি, টিভিসহ আরো অনেক ধরনের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার জন্য আইএফএ সুপরিচিত। এছাড়াও আইএফএতে একটি ভার্চুয়াল মার্কেট প্লেস থাকবে যেখান থেকে দর্শনার্থী ও অংশগ্রহনকারীরা বিভিন্ন কোম্পানি এবং তাদের পণ্য সম্পর্কে তথ্য খোঁজে নিতে পারবে।

আইএফএ’র নির্বাহী পরিচালক এবং মেস বার্লিন গ্রæপের নির্বাহি ভাইস প্রেসিডেন্ট জেনস হেইথেকার এক সংবাদ বিবৃতিতে বলেছেন, ‘অবশেষে আরো একবার পুরোদমে মেস বার্লিনের চত্বরে বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করার চূড়ান্ত সময় এসেছে। এমন একটি শহরে এ আয়োজন করা হবে যা শুধুমাত্র ইউরোপের বৃহত্তম ভোক্তা বাজার নয় পাশাপাশি ইউরোপের মিডিয়া কেন্দ্রও।

Techshohor Youtube

আইএফএর দেয়া তথ্যানুযায়ি, চলতি বছরের ১লা এপ্রিল থেকে করোনা থেকে সেরে উঠা বা টিকাদানের কোন প্রমানপত্র ছাড়াই অংশগ্রহনকারীরা জার্মানিতে ট্রেড শোর মতো বড় বড় আয়োজনে অংশগ্রহন করতে পারে। আইএফএ দাবি করছে এক্সপোতে যোগ দেয়ার জন্য ১১৫টিরও বেশি দেশ থেকে টিকেট কেটেছেন ভিজিটররা।

করোনা মহামারীর কারনে দেয়া বিধিনিষেধ এবং ভ্যাকসিন প্রদান কর্মসূচি ঘিরে অনিশ্চয়তার কারনে ২০২১ সালের এক্সপো বাতিল করা হয়েছিলো। এক্সপো বাতিলের পর এর ভেন্যুটি করোনা ভ্যাকসিন দেয়ার কেন্দ্র এবং জরুরী চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছিলো।

মেস বার্লিনের সিইও মার্টিন একিং বিশ্বাস করেন মহামারী শুরু হওয়ার পর থেকে আইএফএ ২০২২ হবে ভোক্তা ইলেক্ট্রনিকস ইন্ডাস্ট্রির প্রথম কোন আন্তর্জাতিক ট্রেড শো। উল্লেখ্য, মেস বার্লিন একটি রাষ্ট্রায়ত্ত ট্রেড ফেয়ার কোম্পানি এবং আইএফএর আয়োজক।

ইন্ডিয়ান এক্সপ্রেস/আরএপি

*

*

আরও পড়ুন