অ্যামাজনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

amazon-box-techshohor

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: বিশ্বের বৃহত্তম অনলাইন রিটেইলার অ্যামাজনের বিরুদ্ধে রীতিমতো প্রতারনার অভিযোগ তুলেছেন এক ক্রেতা। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রেতা জানিয়েছেন অ্যামাজন থেকে তিনি একটি মাইক্রোএসডি কার্ড কিনতে গিয়েছিলেন। সেখানে তাকে রীতিমতো নকল গছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

উক্ত ব্যাক্তি জানিয়েছেন এর আগেও আমি অ্যামাজন থেকে অনেক জিনিসপত্র কিনেছি। কিন্তু এবারে মাইক্রোএসডি কিনতে যেয়ে রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছি। অ্যামাজনের ওয়েবসাইটে যখন মাইক্রোএসডি কার্ড লিখে সার্চ দেয়া হয় তখন নামী-বেনামী নানা ব্রান্ডের মাইক্রোএসডি কার্ডের মিশ্র ফলাফল দেখা যায়।

সাধারনত আপনি যখন আপনার পিসির জন্য মাইক্রোএসডি অথবা সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) কিনতে চাইবেন তখন আপনাকে ভালো এবং বিশ্বাসযোগ্য ব্রান্ডে বিনিয়োগ করতে হবে। কিন্তু আমি কিছু গেমস স্টোর করে রাখা যায় এমন সাধারন মাইক্রোএসডি কার্ড খোঁজছিলাম। আর তাই সাধারন মানের কিছু মাইক্রোএসডি কার্ডের অপশনে আমি ক্লিক করি।

Techshohor Youtube

এই ধরনের পণ্যে সবচেয়ে বড় ফাঁকি হচ্ছে এগুলোর দাম অন্যান্য যেকোন কার্ডের তুলনায় অনেক কম। একটি ১২৮জিবি স্যানডিস্ক মাইক্রোএসডি কার্ডের দাম ধরা হয়েছে ২৫ থেকে ৫০ পাউন্ড (৩০-৬৫ ডলার)। কিন্তু দেখা যায় এ ধরনের ব্রান্ডবিহীন কার্ডের দাম এর চেয়েও কম। আরেকটি বড় জালিয়াতি হচ্ছে এ ধরনের কিছু কিছু কার্ড ৬৪জিবি কার্ডের সমান দামে ১টিবি ( টেরাবাইট) স্টোরেজ ধারণ ক্ষমতার প্রতিশ্রæতি দিয়েছে। কিন্তু বাস্তবে এ ধরনের কিছু পাওয়া যায় নি।

সবচেয়ে বড় কথা হলো ১টিবি মাইক্রোএসডি কার্ড এখন বিরল। বর্তমানে গুটিকয়েক ম্যানুফ্যাকচারার এ ধরনের কার্ড তৈরি করে। কারন সাধারনত একটি ছোট কার্ডে এতো সক্ষমতা ধারণ করানো কঠিন হয়। সাধারনত ১টিবি মাইক্রোএসডি কার্ডগুলো খুবই ব্যয়বহুল-। প্রতিটি ১৬০ পাউন্ড অথবা ২০০ ডলার করে। ফলে দেখা যাচ্ছে অ্যামজনে অফার করা সন্দেহভাজন কার্ডগুলোর তুলনায় এই কার্ডের দাম ১০গুনন বেশি।

এ প্রসঙ্গে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের সেলারদের সুরক্ষিত রাখা ও তাদের ব্যবসা সম্প্রসারনে আমরা প্রতিদিনই কঠোর পরিশ্রম করছি। কিন্তু কিছু অসৎ ব্যাক্তি আমাদের উদ্দেশ্যকে নষ্ট করছে। এ ধরনের কার্যক্রম ঠেকাতে আমরা মেশিন লার্নিংসহ সংবেদনশীল টুলস ব্যবহার করি। ’

টেকরাডার/আরএপি

*

*

আরও পড়ুন