![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ১৭ এপ্রিল থেকে চালু করা হয়েছে বহুল প্রত্যাশিত বিটিসিএল এর প্রিপেইড সেবা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ইস্কাটনস্থ বিটিসিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান জনাব শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন সহ উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ এবং টিআরএনবি’র সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ টিআরএনবি’র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিটিসিএল গ্রাহকদের পোস্টপেইড টেলিফোন ও উচ্চ গতির ইন্টারনেট সুবিধা প্রদান করে আসছে। গ্রাহকের দীর্ঘদিনের চাহিদা পূরণকল্পে বিটিসিএল এর Modernization of Telecommunication Network (MOTN) প্রকল্পের আওতায় এই প্রিপেইড সার্ভিস চালু করা হয়েছে।
বিটিসিএল এর গ্রাহকগণ ঘরে বসে My BTCL পোর্টাল (http://mybtcl.btcl.gov.bd ) এর মাধ্যমে পছন্দ অনুযায়ী প্রিপেইড সার্ভিস এর প্যাকেজ এর জন্য আবেদন করতে পারবেন। কোন প্রকার জামানত ছাড়াই গ্রাহকগণ প্রিপেইড টেলিফোন ও উচ্চগতির GPON ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন।
বিটিসিএল এর প্রিপেইড গ্রাহকগণ বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বিটিসিএল থেকে বিটিসিএল আনলিমিটেড ও অন্যান্য অপারেটরে স্বল্প খরচে কথা বলার সুযোগ এবং উচ্চগতির GPON ইন্টারনেট ব্যবহার এর সুবিধা পাবেন ।
গ্রাহকরা ৩০ দিন মেয়াদে ইন্টারনেট লাইন সহ টেলিফোন এবং শুধু ইন্টারনেট প্যাকেজের রেট পছন্দ করে ব্যবহার করতে পারবেন ।
My BTCL পোর্টাল এর মাধ্যমে প্রিপেইড গ্রাহকগণ অতিরিক্ত কোন চার্জ ছাড়াই নগদ, বিকাশ বা যে কোনো ব্যাংক কার্ড এর মাধ্যমে রিচার্জ করতে পারবেন ।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি