![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার ৪ হাজার ১০০ কোটি বা ৪১ বিলিয়ন মার্কিন ডলারে টুইটারকে কেনার প্রস্তাব দিলেন ইলন মাস্ক।
এর আগে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মটির বোর্ডে আসাতে তার আগ্রহের কথা আলোচনায় ছিলো। যদিও সপ্তাহের শুরুতেই টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাবে রাজি হননি মাস্ক। পরিচালক পদে যোগ দিলে সর্বোচ্চ ১৪ দশমিক ৯ শতাংশ শেয়ার মালিকানার সীমাবদ্ধতায় পড়তে হতো তাকে।
মাস্ক টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনে এককভাবে প্রতিষ্ঠানের বৃহত্তম শেয়ার মালিক হওয়ার পর বিশ্লেষকরা অবশ্য বলেছিলেন, মাস্ক হয়তো টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবেন।
বৃহস্পতিবার মাস্ক নিজের টুইটার অ্যাকাউন্টে এই প্রস্তাবের বিষয়ে জানিয়ে লেখেন, ‘আমার একটি প্রস্তাব আছে’। সেখানে প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন তিনি।
এদিকে মাস্কের টুইটার কেনার প্রস্তাবের পর কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে গেছে ১২ শতাংশ।
টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাবে মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দিতে চান। এতে প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়। যেখানে টুইটারের বিক্রয়যোগ্য শেয়ারের সংখ্যা ৭৬ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ।
প্রস্তাব নিয়ে টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলরকে মাস্ক লিখেছেন, টুইটারে তার বিনিয়োগের পর মনে হচ্ছে কোম্পানিটি বর্তমান অবস্থায় উন্নতিও করবে না আবার সামাজিক দায়িত্বও পূরণ করতে পারবে না। তাই এর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হওয়া উচিত।
আর এই প্রস্তাবকে সর্বোচ্চ ও চূড়ান্ত বলেছেন মাস্ক।