সেবার মান বাড়াতে দ্রুত স্পেকট্রাম ব্যবহারের আহবান

ছবি : নিলাম অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিলামে কেনা স্পেকট্রাম দ্রুত ব্যবহার করে কোয়ালিটি অব সার্ভিস নিশ্চিতে অপারেটরদের প্রতি আহবান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ অনুষ্ঠানের পর বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘এবার এটা রেকর্ড। আগে সব মিলে ১৫৬ দশমিক ৬ মেগাহার্টজ স্পেকট্রাম ছিলো। আর আজকেই শুধু ২২০ মেগাহার্টজ তুলেছিলাম, এরমধ্যে ১৯০ মেগাহার্টজ বিক্রি হয়ে গেলো।

‘মোবাইল অপারেটররা যেন গ্রাহককে গুরুত্ব দিয়ে সেবাটা সঠিকভাবে দেন, কোয়ালিটি অব সার্ভিস মেইনটেন্ট করেন। এর জন্য একটা ঘাটতি ছিলো, সেটা স্পেকট্রাম। ২০২১ সালের নিলামে ৪৭ দশমিক ৮ মেগাহার্টজ দিতে পেরেছিলাম আর আজ ১৯০ মেগাহার্টজ । তাই যতদ্রুত সম্ভব স্পেকট্রামগুলো ডেপ্লয় করে কোয়ালিটি অব সার্ভিস এনসিওর করে যাবেন।’ বলছিলেন তিনি।

Techshohor Youtube

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শ্যাম সুন্দর সিকদার বলেন, রাজস্ব আয়ের চেয়ে বেশি লক্ষ্য ছিলো আমাদের হাতে যে স্পেকট্রাম ছিলো, সেটা যেন অপারেটরদের হাতে চলে যায় এবং জনগণ যেন সেবা পায়।

আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, অপারেটরদের ফাইভজি ট্রায়ালে ৬ মাস সময় দেয়া হয়েছে। এটা যথেষ্ট সময় আশাকরি তারা এই সময়ে এটি করবেন।

‘আর ফাইভজি ডেপ্লয়মেন্টে ৯ মাস সময় পাচ্ছে তারা। সেখানে আরও বিনিয়োগ লাগবে। এছাড়া ডিমান্ডও লাগবে। নৌ-পরিবহন, এভিয়েশনসহ বিভিন্ন খাতগুলোতে হতে যখন ডিমান্ড জানানো হবে তখন অপারেটররা সেবাটা দিতে পারবে’ বলছিলেন বিটিআরসি চেয়ারম্যান।

ফাইভজির রোডম্যাপ প্রসঙ্গে শ্যাম সুন্দর সিকদার বলেন, ফাইভজির রোডম্যাপ এখনও তৈরি এখন হয়নি। আন্তর্জাতিকভাবে যেটা হয় যে, আগে অকশনটা দিয়ে দেয়। অকশনের মধ্য দিয়ে কোন অপারেটরের হাতে কতোটুকু স্পেকট্রাম গেলো, এটা নিশ্চিত হলো।

‘এই স্পেকট্রাম কীভাবে ইউটিলাইজ করবে সেটার ভিত্তিতেই রোডম্যাপ তৈরি করতে হবে। আমরা বিটিআরসি থেকে সেই গাইডলাইনটা দেবো, দুইপক্ষ মিলেই এই রোডম্যাপটা তৈরি করবো।’ উল্লেখ করেন তিনি।

নিলামে গ্রামীণফোন ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম, রবিও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম কিনেছে।

এছাড়া বাংলালিংক কিনেছে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৪০ মেগাহার্টজ। আর টেলিটক কিনেছে ২ দশমিক ৩ গিগাহার্টজ ব্যান্ডে ৩০ মেগাহার্টজ স্পেকট্রাম ।

নিলামে দুই ব্যান্ড মিলে স্পেকট্রাম ছিলো ২২০ মেগাহার্টজ । এরমধ্যে বিক্রি হলো ১৯০ মেগাহার্টজ ।

সবমিলে এই স্পেকট্রাম বিক্রি করে বিটিআরসি ১ হাজার ২৩৫ মিলিয়ন ডলার বা ১০ হাজার ৬৪৫ কোটি টাকা রাজস্ব পেয়েছে ।

*

*

আরও পড়ুন