এবারে কেউ কম স্পেকট্রাম নিলে ট্রেন মিস করবে

মোস্তাফা জব্বার। ফাইল : ছবি

টেলিযোগাযোগ খাতে গুরুত্বপূর্ণ ফাইভজি স্পেকট্রাম নিলাম অনুষ্ঠিত হচ্ছে ৩১ মার্চ ।

নিলাম আয়োজনে সরকারের পরিকল্পনা-প্রস্তুতি, অপারেটরদের দাবি-দাওয়া পূরণ, স্পেকট্রামের দাম, সেবার মান, টেলিটকের অংশগ্রহণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে টেকশহর ডটকমের সঙ্গে কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সাক্ষাতকার নিয়েছেন টেকশহর ডটকমের নির্বাহী সম্পাদক আল-আমীন দেওয়ান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বার খাতটিতে অনেক তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। অনেক উদ্যোগের মধ্যে বিশেষ করে জনগণের কাছে সহজে ও সুলভে ইন্টারনেট পৌঁছানোর ক্ষেত্রে সোচ্চার ও কার্যকর পদক্ষেপ নিয়েছেন তিনি, বাস্তবায়নও করেছেন। এছাড়া টেলিযোগাযোগ সেবার মান্নোনয়নে তাঁর কৌশলগত ভূমিকা প্রশংসিত।

Techshohor Youtube

টেক শহর : দেশের টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ স্পেকট্রাম নিলাম বৃহস্পতিবার (৩১ মার্চ)। সার্বিক প্রস্তুতি কেমন ?

মোস্তাফা জব্বার : আমাদের প্রস্তুতি এক্সিলেন্ট। আমার মন্ত্রীত্বের বয়স ৪ বছর তিন মাস যাচ্ছে। এই সময়ের মধ্যে আমরা বস্তুতপক্ষে নতুন নতুন ইতিহাস তৈরির চেষ্টার করেছি।

বাংলাদেশের টেলিকমিউনিকেশনের ইতিহাসে নি:সন্দেহে স্বর্ণোজ্জ্বল দিন হবে, এটা আমাদের প্রত্যাশা। আমাদের সকল প্রস্তুতি আছে। চার বছর যে প্রশ্নগুলো উত্থাপিত হয়েছে, কোয়ালিটি অব সার্ভিস নিয়ে যে প্রশ্নগুলো আছে, তার একটা সমাধানে যাওয়ার সুবর্ণ সুযোগ আমাদের হাতে আসছে। আশাকরি আমরা সফল হবো।

টেক শহর : এবারের নিলাম হতে কী প্রাপ্তি হবে ?

মোস্তাফা জব্বার : আমাদের নেটওয়ার্ক উন্নত হবে। এটি হওয়া মানে জনগণের মানসম্মত সেবা প্রাপ্তি নিশ্চিত হওয়া। এছাড়া আমরা বরাবরই যখন স্পেকট্রাম নিলাম করি তখন সেখান হতে বিপুল পরিমাণ রাজস্ব কিন্তু বাংলাদেশ সরকারের তহবিলে আসে। এটা আমাদের জাতীয় উন্নয়নের মাইলফলক হিসেবে কাজ করবে।

টেক শহর : নিলাম ইস্যুতে মোবাইল অপারেটরদের দাবি-দাওয়া কী শুনেছেন আপনারা ?

মোস্তাফা জব্বার : আমরা অপারেটরদের উপর কোনো কিছুই চাপিয়ে দেইনি। অপারেটররা যেসব প্রসঙ্গ তুলেছে প্রত্যেকটি প্রসঙ্গ আমরা সমাধান করেছি। এমনকি তাদের সবচেয়ে বড় অভিযোগ ছিলো স্পেকট্রামের প্রাইসিং নিয়ে। আমরা বেইস প্রাইস যেটা করেছি সেটা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন।

টেক শহর : অপারেটরদের প্রতিযোগিতায় স্পেকট্রামের দাম বাড়ার বিষয়টি কীভাবে দেখবেন ?

মোস্তাফা জব্বার : নিলাম তো এভাবেই হয়। নিলামে প্রতিযোগিতা করে দাম বাড়লে, আমাদের তো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। আমরা প্রকাশ্য নিলাম করছি, এটা গোপন কিছু না। এতে ডাকার যে সুযোগটা থাকছে সেটা তো অবারিত। আমরা চেষ্টা করছি যাতে তারা তাদের পছন্দ মতো করে স্পেকট্রাম নিতে পারে।

টেক শহর : এবারে অপারেটররা যদি তাদের প্রয়োজনীয় স্পেকট্রাম না কেনে, তাহলে এর প্রভাব কেমন হবে ?

মোস্তাফা জব্বার : এবারের মতো সূবর্ণ সুযোগ আর তারা পাবে না। এবার তারা প্রয়োজনীয় স্পেকট্রাম না নিলে তাদের আফসোস করতে হবে। এর আগের নিলামের স্পেকট্রাম টুজি, থ্রিজি এবং ফোরজি পর্যন্ত ব্যবহৃত হয়েছে। এবারের স্পেকট্রামের বিশেষত্ব হচ্ছে এটা একমাত্র স্পেকট্রাম এখন ফোরজি-ফাইভজি কম্প্যাটিবল । এই স্পেকট্রামের পর আর স্পেকট্রাম থাকবে না যেটা ফোরজি কম্প্যাটিবল। তখন পুরোটাই হবে ফাইভজি কম্প্যাটিবল । তাদের মানে ডুয়েল অপশনে যাওয়াটা, এটাই তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ । কেউ না নিলে সে ট্রেন মিস করবে।

টেক শহর : টেলিটকের নিলামে অংশ নেয়া নিয়ে তিন অপারেটেরের আপত্তির বিষয়টি কীভাবে দেখছেন ?

মোস্তাফা জব্বার : টেলিটক কী লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান নয় ? লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান স্পেকট্রাম নিলামে অংশ নেবে এটাই তো যুক্তিসঙ্গত। টেলিটককে আমরা কী কারণে নিলামের বাইরে রাখবো ?

আর টেলিটকের জন্য এটা চ্যালেঞ্জ, টেলিটকের ফোরজি-ফাইভজি এক্সপানশন করতে হবে না ! তাহলে কী দিয়ে করবে সে ?

টেক শহর : তাহলে এই অভিযোগের যুক্তিসঙ্গত গ্রাউন্ড নেই ?

মোস্তাফা জব্বার : এর কোনো যুক্তি নেই। কোনো অপারেটরকে বাইরে রাখার কোনোরকম ইচ্ছা তাদের থাকা উচিত না। আজকে যদি জিপি এসে বলে বাংলালিংককে বাদ দিয়ে দাও, বাংলালিংক বলে রবিকে বাদ দিয়ে দাও, রবি বলে বাংলালিংককে বাদ দিয়ে দাও- এসব কথার তো কোনো মানে নেই। দিস ইস এন ওপেন অকশন, ওপেন অকশনে আমার চারটি লাইসেন্স আছে, চারটিই পার্টিসিপেট করবে। দ্যাটস ইট।

টেক শহর : নিলামে অপারেটরদের প্রতি আপনার পরামর্শ বা আহবান কী থাকবে ?

মোস্তাফা জব্বার : এবার তাদের জন্য আমরা এই পরিমাণ ফ্লেক্সিবল হয়েছি, তাদের রোলআউট অবলিগেশন এক্সটেন্ডেড করেছি, তাদের পেইমেন্ট সিডিউলটটা আমরা এক্সটেন্ডেড করেছি। এর আগের দুটি অকশন থেকে এটা অনেক বেশি ফ্লেক্সিবল এবং আমি প্রত্যাশা করবো তারা এই সুযোগটা নেবে। এটা আমার দেশের জন্য দরকার, আমার গ্রাহকদের জন্য দরকার, তাদের জন্যও দরকার।

নিলামের উল্লেখযোগ্য তথ্য :

এবারে রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ নামে নিলাম অনুষ্ঠিত হচ্ছে। মূলত ফাইভজি চালুর জন্য এই স্পেকট্রাম নিলাম। তবে এ নিলামের স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্ককে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণে ব্যবহারের পরিকল্পনায়ও গুরুত্ব দেয়া হচ্ছে।

মোট ২২ ব্লকে স্পেকট্রাম নিলাম হবে। এরমধ্যে ২ দশমিক ৩ গিগাহার্টর্জে ১০টি ব্লক এবং ২ দশমিক ৬ গিগাহার্টজে ১২ টি ব্লক রয়েছে।

প্রতি ব্লকে ১০ মেগাহার্টজ করে স্পেকট্রাম নিলাম হবে। নিলামে প্রতি মেগাহাটর্জ স্পেকট্রামের ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস থাকছে ৬ মিলিয়ন ডলার, টাকার হিসাবে যা ৫১ কোটি ৯০ লাখের একটু বেশি।

*

*

আরও পড়ুন