![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আইফোন এসই তৈরিতে কার্বনমুক্ত অ্যালুমিনিয়াম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। কোম্পানিটি বলেছে তাদের এই আইফোনে ‘বিশ্বের প্রথম সরাসরি কার্বনমুক্ত অ্যালুমিনিয়াম গলানোর প্রক্রিয়ায়’ তৈরি উপকরন ব্যবহৃত হবে। পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের এ বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি। এই সুবাদে ২৮ লাখ ৮৩ হাজার মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে, যা প্রায় ৭০০ মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানীর জোগান দিবে এবং পুর্নব্যবহারযোগ্য নতুন পণ্য তৈরির গবেষণা ও উন্নয়ন ত্বরান্বিত করবে।’
কার্বনমুক্ত উপাদানের জন্য কানাডার কোম্পানি এলিসিসের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এলিসিস তাদের কুবেকের কারখানায় ‘অ্যাপলের পণ্যে ব্যবহারের জন্য প্রথমবারের মতো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করছে।’
এলিসিসের সিইও ভিনসেন্ট ক্রিস্ট এক বিবৃতিতে বলেছেন, ‘এই প্রথমবারের মতো কোনরকম গ্রিনহাউজ গ্যাস নিঃসরন ছাড়াই এবং ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বাণিজ্যিক বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তৈরি করা হচ্ছে। অ্যাপলের কাছে এই বিক্রি আমাদের যুগান্তকারী এলিসিস কার্বন-ফ্রি স্মেলটিং প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত অ্যালুমিনিয়ামের প্রতি বাজারের আগ্রহকে নিশ্চিত করে। এই পদ্ধতির মাধ্যমে অ্যালুমিনিয়াম কিভাবে উৎপাদিত হয় তাতে স্থায়ী পরিবর্তন আসতে পারে।’
অ্যাপল জানিয়েছে ২০১৫ সাল থেকে তাদের সব পণ্যে অ্যালুমিনিয়াম ব্যবহারের কারনে কার্বন নিঃসরন ৭০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। কোম্পানিটি আরো জানিয়েছে, নতুন আইপ্যাড এয়ারসহ বাজারে আসার অপেক্ষায় থাকা সব আইপ্যাডের পাশাপাশি ম্যাকবুক প্রো, ম্যাকবুক এয়ার, ম্যাক মিনি এবং অ্যাপল ওয়াচ-সবই শতভাগ পুর্নব্যবহৃত অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে।
ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আরো বেশি পরিবেশবন্ধব করা এবং পুর্নব্যবহারযোগ্য প্রযুক্তি তৈরিতে সহায়তার জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার মূল্যের গ্রিন-বন্ড কেনার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল। এই গ্রিন বন্ডগুলো ২০১৯ সালে প্রবর্তন করা হয়েছে ৫০টি প্রকল্পে অর্থায়নের লক্ষ্য নিয়ে। এসব প্রকল্পের মধ্যে আইফোন এসইতে ব্যবহারের জন্য কার্বনমুক্ত অ্যালুমিনিয়াম তৈরিও রয়েছে।
ইন্টারনেট/আরএপি