সহজে পণ্যের ভালো রিভিউ খুঁজে পেতে কাজ করছে গুগল

search-engines-techshohor

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কোন পণ্য গ্রাহকদের কাছে উপস্থাপনের আগে এর নেতিবাচকের আগে ইতিবাচক পর্যাালোচনাগুলি সামনে নিয়ে আসার উপায় নিয়ে কাজ করছে গুগল। এক্ষেত্রে তুলনামূলক কম তথ্যযুক্ত রিভিউ থেকে বিশেষজ্ঞদের রিভিউ পৃথক করে কিভাবে পণ্যের পর্যালোচনাগুলোর র্যাংক করা যায় সে বিষয়ে নতুন একটি আপডেট আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালায় শর্তাবলী কঠিন করা হয়েছে। সেখানে বলা হয়েছে রিভিউ বলতে শুধুমাত্র পণ্যের উৎপাদনকারীদের বলা কথা পুনরাবৃত্তি না করে বরং পণ্যটি কেমন তা জানাতে নিজস্ব অভিজ্ঞতা যোগ করতে হবে।

গুগলের মতে, রিভিউতে পণ্যের ভালো-মন্দ উভয়দিক উপস্থাপন করা উচিত এবং বর্তমান পণ্যটির সঙ্গে পূর্ববর্তী সংস্করন ও প্রতিদ্বন্দ্বী বিকল্পের সঙ্গে তুলনা করা উচিত।

নতুন আপডেটে পণ্যের রিভিউ শুধুমাত্র ইংরেজী-ভাষায় গ্রহনযোগ্য হবে, ধীরে ধীরে অন্যান্য ভাষাতেও চালু করবে বলে জানিয়েছে গুগল।

Techshohor Youtube

কিভাবে ভালো রিভিউ লেখা যায় সে বিষয়ে জানতে গুগলের গাইডলাইন পড়তে হবে।

ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন