ট্যাবলেটে অ্যাপস খুঁজে পেতে গুগলের নতুন উদ্যোগ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: বর্তমানে ২৫ কোটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট, ফোল্ডেবল এবং ক্রোম ওএস ডিভাইস ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে গুগল। এই ডিভাইসগুলোর বেশিরভাগই গুগল প্লে’র মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপস চালাতে পারে। কিন্তু দেখা যায় বড় ডিসপ্লের জন্য অপ্টিমাইজ করা সফটওয়্যারগুলো খুঁজে পাওয়া বেশ কঠিন। এমতাবস্থায় বড় ডিসপ্লের ডিভাইসগুলোর সুবিধা দিতে লার্জ স্ক্রিন অ্যাপ কোয়ালিটি গাইডলাইন প্রনয়ন করেছে গুগল।

গুগল জানিয়েছে, আসছে মাসগুলোয় এই অ্যাপ কোয়ালিটি গাইডলাইনের ওপর ভিত্তি করে বড় স্ক্রিনের ডিভাইসগুলোর জন্য অগ্রাধিকারের ভিত্তিতে উচ্চমানের অ্যাপ ও গেমসগুলো আপডেট করা হবে। ব্যবহারকারীকে তাদের ডিভাইসের জন্য সর্বোচ্চ অপ্টিমাইজ করা অ্যাপসগুলো খুঁজে পেতে সহায়তার লক্ষ্যে হোমপেজে সার্চের ফলাফলে অ্যাপগুলো আসার ক্ষেত্রে প্রভাব ফেলবে।

এছাড়া বড় স্ক্রিনের ডিভাইসগুলোয় অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে তা যদি গাইডলাইনের সঙ্গে না মেলে তাহলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠানোর পরিকল্পনা করছে গুগল। এর ফলে ডাউনলোড করা কোন অ্যাপ হতাশাজনক হলেও ব্যবহারকারীরা বিস্মিত হবেন না।

Techshohor Youtube

স্বয়ংক্রিয়ভাবে গুগল প্লে আপডেট করার পরিকল্পনা করছে কোম্পানিটি। এই আপডেটের ফলে ট্যাবলেট এবং ফোল্ডেবল, ক্রোম ওএসের মতো নির্দিষ্ট ধরনের ডিভাইসের রিভিউ দেখানো হবে। ফলে নিজের ডিভাইসের জন্য কোন অ্যাপটি ভালো হবে সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ব্যবহারকারী।

এই পরিবর্তনগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে গুগল। ক্রেতাদের প্রত্যাশা পূরণ এবং আরো উন্নত অ্যাপস তৈরির জন্য ডেভেলপারদের ক্ষমতা দিতে কিভাবে আরো ভালোভাবে বড় স্ক্রিন অপ্টিমাইজেশনে সহায়তা করা যায় তা বোঝতে ব্যবহারকারীর ফিডব্যাক নেওয়া হবে।

তবে ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েডের আরো ভালো অভিজ্ঞতা দিতে এটিই গুগলের প্রথম প্রচেষ্টা নয়। এর আগে ২০১৩ সালে গুগল প্লেতে ‘ডিজাইনড ফর ট্যাবলেট’ নামে একটি সেকশন চালু করেছিল।

ইন্টারনেট/আরএপি

আরও পড়ুন

অ্যান্ড্রয়েডে বিজ্ঞাপন ট্র্যাকিং নিয়ন্ত্রন করবে গুগল

গুগলের অ্যাকাউন্ট হ্যাক যেভাবে অর্ধেকে নামলো

জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রনে পর্যাপ্ত ভূমিকা রাখতে ব্যর্থ গুগল, অ্যামাজন, অ্যাপল

ডেটলাইনের মধ্যে সরছে না সব ক্যাশ সার্ভার, গুগল-ফেইসবুককে দোষারোপ

*

*

আরও পড়ুন