![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অ্যান্ড্রয়েড সংস্করনের জন্যও সর্বশেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে ফেলার সক্ষমতা নিয়ে আসছে গুগল। ২০২১ সালের জুলাই থেকে আইওএস ব্যবহারকারীদের জন্য এই সুবিধা এনেছিলো গুগল। এবার তা অ্যান্ড্রয়েট ডিভাইসগুলোতেও যোগ করবে। আগামি কয়েক সপ্তাহের মধ্যে অ্যাপটি সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
অ্যান্ড্রয়েডে এই ফিচারটি আনতে গুগল কেন বিলম্ব করলো অথবা নিজস্ব মোবাইল প্লাটফর্মের পরিবর্তে কেন এই সার্চ অ্যাপটি আইওএসে প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলো তা স্পষ্ট নয়।
ফিচারটি চালু করার উদ্দেশ্য খুব সহজেই বোঝা যায়। একদিকে ব্যবহারকারীদেরকে তাদের সার্চ হিস্ট্রি বিষয়ক প্রশ্নের সম্মুখিন হওয়ার মতো বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। অন্যদিকে ফিচারটিকে নিরাপত্তামূলক হিসেবেও দেখা হচ্ছে।
গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, অন্যান্য ক্ষেত্রেও তারা এই সহায়ক ফিচারটি আনা যায় কিনা সে বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রাখবে।
ইন্টারনেট/আরএপি
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি