![]() |
আল-আমীন দেওয়ান : ফাইভজি স্পেকট্রাম নিলামে সরকারি অপারেটর টেলিটকের অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে বেসরকারি তিন মোবাইল ফোন অপারেটর।
অপারেটরগুলো বলছে, এতে স্পেকট্রামের বেইজ প্রাইস বাড়বে এবং অন্যদের প্রয়োজনীয় সর্বোচ্চ পরিমানের স্পেকট্রাম কেনাকে চ্যালেঞ্জে ফেলে দেবে।
এরমধ্যে গ্রামীণফোন ও বাংলালিংক আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিটিআরসিকে তাদের আপত্তির কথা জানিয়েছে।
এতে তারা বলছে, ‘তাদের কাছে পরিষ্কার নয় কেনো টেলিটক এই নিলামে অংশগ্রহণ করছে ? বিষয়টি তাদের সঙ্গে বিশ্বাস ভঙ্গের মতো মনে হচ্ছে ।’
অন্যদিকে টেলিটক বলছে, ‘তারা এই নিলামে স্পেকট্রাম কিনবে । এই স্পেকট্রাম ফোরজি নেটওয়ার্ক এবং ভবিষ্যতের ফাইভজির প্রস্তুতিতে কাজে লাগানো হবে।’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে বলছেন, টেলিটকের অংশগ্রহণ এই নিলামকে প্রতিযোগিতাপূর্ণ করবে । এখানে কারও আপত্তির কোনো কারণ তিনি দেখছেন না।
মন্ত্রী বলেন, টেলিটক জনগণের মোবাইল ফোন অপারেটর। এর মূল উদ্দেশ্য সেবা দেয়া।
‘বাজারে ভারসাম্য রক্ষায় টেলিটকের গুরুত্ব বাড়ছে। বিশ্বে প্রথমবারের মতো মোবাইল ডেটার মেয়াদ তুলে দিয়েছে অপারেটরটি, ডেটা প্যাকেজেও এখন প্রতিযোগিতা তৈরি করছে। ফাইভজি সেবার প্রস্তুতি এবং নেটওয়ার্ক সম্প্রসারণে বড় পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে টেলিটক’ বলছিলেন মোস্তাফা জব্বার।
গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক ১৪ মার্চের মধ্যে নিলামে অংশগ্রহণের আবেদন জমা পর্যন্ত ধারণা করতে পারেনি যে এই নিলামে টেলিটক অংশ গ্রহণ করছে। ১৬ মার্চ যোগ্য অংশগ্রহণকারীর তালিকা প্রকাশের পর টেলিটকের নাম দেখে অবাকই হয় তারা।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন টেকশহর ডটকমকে জানান, তারা ২ দশমিক ৩ গিগাহার্টজ এবং ২ দশমিক ৬ গিগাহার্টজের দুই ব্যান্ডেই স্পেকট্রাম নেয়ার পরিকল্পনা করছেন।
‘এই স্পেকট্রাম টেলিটক দেশব্যাপী ফোরজি নেটওয়ার্ক সম্প্রসারণ ও ফাইভজির প্রস্তুতিতে ব্যবহার করবে’ বলছিলেন তিনি।
ফাইভজির জন্য টেলিটকের কাছে ৩ দশমিক ৫ গিগাহার্টজে ৬০ মেগাহার্টজ স্পেকট্রাম থাকার প্রসঙ্গে তিনি বলছেন, এই স্পেকট্রাম তো ফোরজির জন্য কম্পার্টিবল না। ফোরজি প্রযুক্তির সেবা দীর্ঘ সময় থাকবে। তাই এখানে নতুন স্পেকট্রামের প্রয়োজন আছে।
স্পেকট্রামের দাম পরিশোধের বিষয়ে তিনি বলেন, টেলিটক স্পেকট্রাম কিনলে দাম পরিশোধ করবে।
টেলিটকের বিষয়ে বিটিআরসির কাছে আবেদনে দুই অপারেটর বলছে, ‘ঐতিহাসিকভাবে টেলিটক ফ্রি স্পেকট্রাম পেয়ে থাকে । সম্প্রতি ফাইভজি ট্রায়ালে ৩ দশমিক ৫ গিগাহার্টজে ৬০ মেগাহাটর্জ স্পেকট্রাম বিনামূল্যে পেয়েছে টেলিটক। এটি ভবিষ্যতর বাণিজ্যিক ফাইভজি চালুর প্রস্তুতিতে রয়েছে। যা অন্য অপারেটরদের প্রতি বৈষম্যমূলক।
‘এরপরও যদি টেলিটক নিলামে অংশগ্রহণ করে তাহলে স্পেকট্রামের দাম পরিশোধসহ অনান্য নিয়ম-কানুন অন্য সবার মতোই যেন হয়। পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি অপারেটর এভাবে প্রতিযোগিতা করে থাকে’ উল্লেখ করে অপারেটর দুটি।
এছাড়া চিঠিতে আরও একটি বিষয় উল্লেখ করা হয় যে, নিলামে অবিক্রিত স্পেকট্রাম টেলিটককে দেয়া যেতে পারে। এতে সরকার স্পেকট্রাম বিক্রি হতে যথাযথ রাজস্ব পাবে সরকার।
অপারেটরগুলো বলছে, স্পেকট্রাম রাষ্ট্রীয় সম্পদ। এর যথাযথ ব্যবহার হওয়া উচিত। নিলামে কেনা স্পেকট্রাম টেলিটকের টাওয়ার সংখ্যা ও নেটওয়ার্ক বিবেচনায় অপচয় হতে পারে, যেখানে ইতোমধ্যে অপারেটরটির কাছে স্পেকট্রাম পড়ে রয়েছে।
তবে টেলিটকের উর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, দেশের একটি মোবাইল ফোন অপারেটর হিসেবে স্পেকট্রাম নিলামে অংশগ্রহণের সব রকম অধিকার তাদের রয়েছে। এ বিষয়ে অন্য অপারেটরের আপত্তি তোলা আপত্তিকর।
‘নিলাম টেলিটককে অন্য সবার মতো বিডিং করেই স্পেকট্রাম কিনতে হবে’ উল্লেখ করেন তিনি ।
এবারে মোট ১৮ ব্লকে স্পেকট্রাম নিলাম হবে। এরমধ্যে ২ দশমিক ৩ গিগাহার্টজ বা ২৩০০-২৪০০ মেগাহার্টজে ৬টি ব্লক এবং ২ দশমিক ৬ গিগাহার্টজে বা ২৫০০-২৬৯০ মেগাহার্টজে ১২ টি ব্লক রয়েছে।
২৩০০-২৪০০ মেগাহার্টজে প্রতি ব্লকে ১০ মেগাহার্টজ করে স্পেকট্রাম নিলাম হবে। ২৫০০-২৬৯০ মেগাহার্টজেও প্রতি ব্লকে ১০ মেগাহার্টজ করে স্পেকট্রাম উঠবে ।
নিলামে প্রতি মেগাহাটর্জ স্পেকট্রামের ফ্লোর প্রাইস বা বেইজ প্রাইস থাকছে ৬ মিলিয়ন ডলার, টাকার হিসাবে যা ৫১ কোটি ৯০ লাখের একটু বেশি।
আরও পড়ুন
টেলিযোগাযোগ যন্ত্রপাতির মান যাচাইয়ে পরিবর্তন আসছে
ফাইভজি স্পেকট্রামের নিলামে যেতে অপারেটররা দ্বিধাদ্বন্দ্বে , বিটিআরসি অনড়