ধীরে ধীরে সরবরাহ বাড়ছে জিপিইউয়ের

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: বিশ্ববাজারে কয়েক সপ্তাহ ধরে এনভিডিয়া এবং এএমডির জিপিইউগুলোর (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) সরবরাহ আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে যুক্তরাষ্ট্রে এই গ্রাফিকস কার্ডগুলো আগের তুলনায় সহজে কেনা যাচ্ছে। তবে দাম বেশি থাকায় বিক্রি খুব বেশি বাড়েনি।

দামের কারনে চাহিদা কম থাকায় আমাজনের মতো অনলাইন রিটেইলারদের কাছে জিপিইউগুলো ঘন্টার পর ঘন্টা স্টক হয়ে থাকছে। অথচ এক বছর আগে অনলাইনগুলোয় পিসি গ্রাফিকস কার্ড উঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই বিক্রি হয়ে যেতো। অনলাইন রিস্টক ট্র্যাকিং সার্ভিস ব্যবহার করলে সরবরাহের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠে। গত সপ্তাহে এনভিডিয়া আরটিএক্স ৩০৫০, ৩০৬০, ৩০৬০ টিআই এবং ৩০৭০ টিআই ইউনিটগুলো ঘন্টার পর ঘন্টা স্টক হয়ে ছিলো। এএমডির জিপিইউর ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। 

আসুস, গিগাবাইট এবং এমএসআইয়ের মতো তৃতীয়পক্ষের ভেন্ডররদের কাছে দামি গ্রাফিকস কার্ড বিক্রির ক্ষেত্রে এটি সত্যি। বেশি দামি গ্রাফিকস কার্ডগুলো স্টকে থেকে যাচ্ছে। আর অপেক্ষাকৃত কমদামিগুলো ১০ মিনিট থেকে কয়েকঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়।

Techshohor Youtube

জিপিইউ রিস্টক ট্র্যাকিং সার্ভিস কোম্পানি ফিক্সইটফিক্সইটও জানিয়েছে , গত একমাস ধরে সরবরাহ বেশ ভালো অবস্থায় রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, আগের তুলনায় অবশ্যই পণ্যগুলো পাওয়া যাচ্ছে। তবে নতুন (পরবর্তী প্রজন্ম) পণ্য সরবরাহের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েই গিয়েছে। অবশ্য পুরনো (আরটিএক্স) ৩০০০ সিরিজগুলো পাওয়া খুব একটা কঠিন নয়।

এদিকে চিপ সংকট ও চাহিদা বৃদ্ধির কারনে গত বছর জিপিইউর দাম বাড়তে থাকে। ফলে দেখা যাচ্ছে বর্তমানে স্টকে থাকা পণ্যগুলোর দাম প্রারম্ভিকের তুলনায় ১০০ থেকে ২০০ ডলার বেশি; এ অবস্থায় ক্রেতাদের সামর্থের তুলনায় জিপিইউর দাম অনেক বেশি। যেমন- বর্তমানে অনলাইন স্টোরে স্টকে থাকা এক গিগাবাইট আরটিএক্স৩০৬০ টিআইএর দাম ৬০৯ ডলার, অথচ ৩০৬০ টিআই সিরিজের প্রারম্ভিবক দাম ছিলো ৩৯৯ ডলার।

ইন্টারনেট/আরএপি

আরও পড়ুন

ডাইমেনসিটি সিরিজের আরো দুটি প্রসেসর আনলো মিডিয়াটেক: এই চিপযুক্ত স্মার্টফোন আসবে চলতি মাসেই

এনভিডিয়ার কাছে বিক্রি হলো এআরএম

চিপ সংকটে প্রযুক্তি বিশ্ব

ইহাকে চিপ বলে!

*

*

আরও পড়ুন