![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ নিবেদিতা উইমেন কমিউনিটি সংগঠন আলোকিত নারীদের সম্মাননা প্রদান করেছে। সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন ৭ জন বিশেষ নারী ছাড়াও ৯ জন তরুণ নারী ব্যক্তিত্বকে সম্মানসূচক স্বীকৃতি দেয়া হয়।
বীরাঙ্গনা মোসাম্মৎ নুরজাহান বেগম, শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী, পুলিশ কর্মকর্তা মাহফুজা লিজা, সমাজসেবিকা তাহসিন বাহার সূচনা, সংবাদ পাঠিকা ডা. নবনিতা চক্রবর্তী, গবেষক আইরিন খান ও চিকিৎসক ডা. তাহেরা নাজরীনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আবদুল মান্নান , তথ্য প্রযুক্তি উদ্যোক্তা সোনিয়া বশীর কবির , বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাহিদ এজাহার খান, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আবদুল মান্নান জানান, নারীরা এগিয়ে যাচ্ছে । তাদের সবক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য সরকার থেকে শুরু করে সকলের প্রচেষ্টা নিতে হবে। নারীর উন্নয়ন, দেশের উন্নয়ন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উদ্যোক্তা সোনিয়া বশীর কবির বলেন, প্রযুক্তি সবার জীবনে পরিবর্তন এনেছে। বাংলাদেশের নারীরা এখন শিক্ষা ও প্রযুক্তির মাধ্যমে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীরা আরও অগ্রগামি ভূমিকা রাখবে।
দারাজ বাংলাদেশের সহযোগিতায় সম্মাননা আয়োজনের সহযোগি হয় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও ডেইলি স্টার।
আইক্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সামাজিক গবেষক আইরিন খান বলেন, নারীরা এখন বহুমুখি ক্ষেত্রে কাজ করছে। প্রযুক্তি আমাদের জীবনে পরিবর্তন আনছে। জ্ঞান-বিজ্ঞানের সবক্ষেত্রেই নারীরা কাজ করছে। সামাজিক বাঁধার পরেও সমাজের নানান সমস্যা সমাধানে নারীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নারীদের এগিয়ে যাওয়ার গল্প সকলের কাছে উপস্থাপনা খুব জরুরী।
উল্লেখ্য, নিবেদিতা নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও অগ্রগতির জন্য ২০১৮ সাল থেকে কাজ করছে। প্রতিষ্ঠানটি নেতৃত্ব দিচ্ছেন আনিকা ইসলাম।