বিসিএসের নতুন সভাপতি সুব্রত, মহাসচিব কামরুজ্জামান

টেক শহর কনেটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি হয়েছেন সুব্রত সরকার, মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া।

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২০২২-২৪ মেয়াদের নতুন এই কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে মোহাম্মদ জহিরুল ইসলাম (স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড) নেতৃত্বাধীন `সমমনা’ এবং সুব্রত সরকার (সিঅ্যান্ডসি ট্রেড ইন্টারন্যাশনাল) নেতৃত্বাধীন `মেম্বার ভয়েস’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

Techshohor Youtube

নির্বাচনের ফলাফলে সমমনা ৩ জন এবং মেম্বারস ভয়েস প্যানেল হতে ৪ জন বিজয়ী হন।

এতে মেম্বারস ভয়েস সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারা কমিটি গঠনে সিদ্ধান্ত নেয়।

নতুন কমিটির সদস্যদের মধ্যে সভাপতি সুব্রত সরকার (৬৯২ ভোট), সহ-সভাপতি রাশেদ আলী ভূঁইয়া (৮০৪ ভোট), মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া (৭৮৭ ভোট) ও কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হেলালি (৭৮৯ ভোট) মেম্বার ভয়েস প্যানেলের। আর পরিচালক হওয়া মোহাম্মদ জহিরুল ইসলাম (৮৮২ ভোট), মনিরুল ইসলাম (৭৩৩ ভোট) ও মোশারফ হোসেন সুমন (৬৩৪ ভোট) সমমনা প্যানেলের।

এবারের নির্বাচনে ভোট দিয়েছে ১ হাজার ৩৪২ জন ভোটার। ভোট বাতিল হছে ৪টি। মোট ভোটার ছিলো ১ হাজার ৪৩৪ জন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম ।

সংগঠনটির কেন্দ্রিয় কমিটির পাশাপাশি আটটি শাখা কমিটির নির্বাচনও এদিন অনুষ্ঠিত হয়।

বরিশাল, খুলনা ও সিলেট কমিটির সাতটি পদে ১৪ জন করে, যশোর শাখা কমিটির সাতটি পদে ১৩ জন লড়েছেন। এছাড়া কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহীর সাতটি পদে প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৭ জনই নির্বাচিত হয়েছেন।

এবারে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সিপ্রোকো কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফকাত হায়দার। 

তিন সদস্যের নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে চিলেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতিক-ই-রব্বানী এবং ওরা-টেক কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ।

এছাড়া ডিজিটাল সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে নির্বাচন আপিল বোর্ডে সদস্য কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক সাবির আহমেদ ও ট্রেসার ইলেকট্রোকম এর প্রধান কার্যনির্বাহী আবুল কালাম আজাদ।

*

*

আরও পড়ুন