![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাহকদের সবধরনের ইন্টারনেট সুবিধা দেয়ার জন্য গ্রামীণফোন ব্র্যান্ডেড মোবাইল ব্রডব্যান্ড পোর্টফোলিও নিয়ে এসেছে। জিপি ব্র্যান্ডেড মোবাইল পোর্টফোলিও’র মধ্যে রয়েছে ৩টি ফোরজি মডেম ও রাউটার।
এ উপলক্ষে রাজধানীর জিপি হাউজে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) সাজ্জাদ হাসিব; প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) রাদে কোভাসেভিচ; এবং হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পার্টনাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব বলেন, আমরা সর্বস্তরের মানুষের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করতে আমাদের বিস্তৃত এবং নির্ভরযোগ্য ফোরজি কাভারেজের আওতায় তাদের ক্ষমতায়নের মাধ্যমে সম্ভাবনার বাস্তবায়ন ঘটাতে প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি। আমি এই মোবাইল ব্রডব্যান্ড পোর্টফোলিওটি নিয়ে আসতে পেরে আনন্দিত, কারণ এই সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলি গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্যে এবং সর্বাবস্থায় সেরা ফোরজি এক্সপেরিয়েন্স পেতে সাহায্য করে, যা তাদের ভিন্নধর্মী ও পরিবর্তনশীল চাহিদা পূরণ করে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) রাদে কোভাসেভিচ বলেন, গ্রামীণফোনের বিশাল ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে প্রতিষ্ঠানটির ৫৩.৫ শতাংশ গ্রাহক ইন্টারনেট ডাটা প্রাপ্তির সুবিধার আওতায় আছেন ।এর মানে হলো, বর্তমানে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৪৬ লাখ গ্রাহক ইন্টারনেট কানেক্টিভিটির সম্পূর্ণ সুবিধা উপভোগ করছেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের থেকে আরম্ভ করে কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মী পর্যন্ত সকলের জন্য আমরা আমাদের পোর্টফোলিওতে নানা ধরনের ডিভাইস অন্তর্ভূক্ত করেছি।
বাজারে নতুন আসা গ্রামীণফোনের মডেম ও রাউটারগুলো হলো জিপি ফোরজি মডেম জেডটিই এমএফ৮৩৩ভি, জিপি ফোরজি পকেট রাউটার জেডটিই এমএফ৯৩৭ এবং জিপি ফোরজি পোর্টেবল ওয়াইফাই রাউটার জেডটিই এমএফ২৮৩ইউ। এ গ্যাজেটগুলো শহরাঞ্চল ও এর আশপাশের নিকটবর্তী এলাকার ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী ।
আকর্ষণীয় ম্যাট ব্ল্যাক বডি’র জিপি ফোরজি মডেম জেডটিই এমএফ৮৩৩ভি’তে রয়েছে তাৎক্ষণিক প্লাগ-এন-প্লে ফিচার, যা ব্যবহারকারীদের খুব সহজে যেকোনো সময়ে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করবে। জিপি ফোরজি পকেট রাউটার জেডটিই এমএফ৯৩৭ ডিভাইসটিও মাল্টি কানেক্টিভিটি সুবিধা প্রদান করে, এবং এটি সহজে পকেটেও বহন করা যায়।
গ্রামীণফোনের অফিশিয়াল আউটলেটগুলো থেকে ক্রেতারা এই ৩ টি ডিভাইস সংগ্রহ করতে পারবেন। রয়েছে দুই বছরের ওয়্যারেন্টি সুবিধা। ব্যবহারকারীরা পাবেন দুই বছরের কন্ট্রাক্ট, ফলে ডিভাইসগুলো ব্যবহার করা তাদের জন্য হয়ে উঠবে নিরাপদ। ফোরজি ডিভাইসগুলো ক্রেতারা ২,৬৫০ টাকা থেকে ৪,৪৯৯ টাকার মধ্যে কিনতে পারবেন। ক্রেতারা এই ডিভাইসগুলো ক্রয়ের সাথে সাথে বান্ডেল অফারও উপভোগ করতে পারবেন ।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
৬ মার্চ / ২০২২ / তাতা