ফুয়াদ আল হাসানের রোবট গড়ার গল্প

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কয়েকদিন পরেই একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ আসে, সামান্য অভিজ্ঞতা আর বিশাল স্বপ্ন নিয়ে দলের সদস্যরা মিলে সেখানে থেকে পরিকল্পনা করেন পোল্ট্রি ম্যানেজমেন্ট রোবট তৈরির।

একেবারে নতুন একটি দল এর যাত্রা শুরু হয় এভাবেই। দলের সদস্যরা মিলে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করেন এই রোবট। টেকশহর ডট কম -এর আয়োজন ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্ট -এ সেই দিনগুলোর কথা শোনালেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী ফুয়াদ আল হাসান।

বিচারকদের চমকে দেয়া পোল্ট্রি ম্যানেজমেন্ট রোবট দলের সদস্য রাইসুল ইসলাম আবির, আবু সালেহ মোঃ বনি মমিন ও সাদিয়া ফাইরোজ নউশিন আশা করছেন এই রোবট দেশের পোল্ট্রি খাতকে সামনে এগিয়ে দিয়ে দেশের অর্থনীতিকে আরো বেগবান করবে।

*

*

আরও পড়ুন