![]() |
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র শিক্ষার্থী তাওসীফ ইসলাম ও তার বন্ধুদের স্বপ্ন ছিলো ড্রোন তৈরি করে দৈনন্দিন কাজকে সহজ করা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির শুরুর দিকে ছোট রোবট, রিমোট কন্ট্রোলড রোবট তৈরির চিন্তা করতে করতে তারা শুরু করেন ড্রোন টেকনোলজি নিয়ে কাজ করতে। পরের ধাপে এ্যান্টস এরিয়াল সিস্টেম নামে তারা শুরু করেন তাদের যাত্রা। ধৈর্য্য আর অনবরত চেষ্টায় আজ এ্যান্টস এরিয়াল সিস্টেম পৌঁছে গেছে অনুকরণীয় স্থানে।
বর্তমানে তারা তৈরি করছে নানা ধরণের ড্রোন। টেকশহরের আয়োজন ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্ট -এ তারা তাদের সেই অগ্রযাত্রা গল্প বলেছেন। পাশাপাশি আগামী দিনে ড্রোন টেকনোলজির বিশ্ববাজারে নিজেদের বিকশিত করার পরিকল্পনার কথাও জানান দলনেতা ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাওসীফ ইসলাম। দলের বাকি দুই সদস্য শেখ তাহমিদ শাহরিয়ার ও আসীর নিহালুল ইসলাম আশা করেন আগামীদিনে নতুন প্রজন্ম এই ক্ষেত্রে আরও বেশি এগিয়ে আসবে।
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি