মেডিকেল শিক্ষার্থীর ক্যান্সার জয়ের গল্প টিকটকে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: টিকটক তারকা এবং মেডিকেল শিক্ষার্থী ইলেরি রেস-জোনস ক্যান্সার থেকে সেরে উঠেছেন। ভয়াবহ এই মরনঘাতী অসুখ থেকে সেরে উঠার লম্বা সফরের খুঁটিনাটি তিনি অনলাইনে নিয়মিত তুলে ধরেছেন। মূলত অন্যান্য ক্যান্সারাক্রান্ত রোগিদের মনোবল জোগাতেই তিনি এ উদ্যেগ নিয়েছেন বলে জানিয়েছেন। 

২০২১ সালের জানুয়ারিতে হজকিনস লিম্ফোমা ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন ইলোরি রেস। এ কথা তখনই তিনি টিকটকের মাধ্যমে জানান এবং এরপর থেকেই তিনি শারীরিক উন্নতি-অবনতির কথাগুলো নিয়মিত জানাতে থাকেন। যদিও তার চিকিৎসার এখনো কিছু কঠিন ধাপ বাকি রয়েছে। এ পর্যায়গুলোও তিনি অনলাইনে শেয়ার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি মনে করছেন তার এ অভিজ্ঞতা যারা এধরনের সমস্যায় রয়েছেন তাদের জন্য ‘গুরুত্বপূর্ণ।’

ইলেরি বলেন, ‘কেমোথেরাপির সময়টি খুব কঠিন ,এসময় ভীষণরকম একাকী বোধ হয়। যখন আপনার ক্যান্সার হওয়ার কথা সবাই জানবে শুরুতে সহযোগিতা করার নানা কথায় তোড়ে ভেসে যাবেন। কিন্তু ধীরে ধীরে সবই কমে আসবে এবং একসময় এতোটা একাকী হয়ে যাবেন যে নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পারবেন।’ তবে আপনি যখন একসময় এসব থেকে বের হয়ে আসবেন তখন সবকিছুই অনেক সুন্দর হয়ে উঠবে। আমি জানি আমার এখনো অনেকগুলো কেমো বাকি রয়েছে কিন্তুএটি খুবই আনন্দদায়ক যে আমার মধ্যে আর কোন ক্যান্সার নেই।

Techshohor Youtube

তিনি আরো বলেছেন, বর্তমানে তিনি ক্যান্সার থেকে মুক্ত হলেও চিকিৎসা এখনই বন্ধ করা যাবে না। কারন দীর্ঘসময় ধরে তার রোগমুক্ত থাকার সম্ভাবনা মাত্র ১৫ শতাংশ। ফেব্রুয়ারির শেষের দিকে কয়েক সপ্তাহের মধ্যে স্টিম সেল ট্রানসপ্লান্টের জন্য তিনি স্টিম সেল সংগ্রহ করেছেন। আর এজন্য তাকে চার থেকে ছয় সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। কিন্তু এসময়ও তিনি নিজের গল্প টিকটকের মাধ্যমে জানাতে ভুলবেন না বলে জানিয়েছেন।

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন