![]() |
ডেস্কটপ কম্পিউটার কিংবা পোর্টেবল ডিভাইসের জন্য বেশ কিছু জনপ্রিয় ওপেন সোর্স ভিডিও প্লেয়ার রয়েছে। টুলসগুলো ওপেন সোর্স, তবে ব্যবহার করা যায় উইন্ডোজ, লিনাক্স কিংবা ম্যাক অপারেটিং সিস্টেমেও। লিখেছেন নুরুন্নবী চৌধুরী
মিরো
ট্যাবলেট এবং অ্যান্ড্রোয়েড চালিত ডিভাইসের জন্য সুপার এক প্লেয়ার মিরো। ২০০৬ সালে যখন প্লেয়ারটি বাজারে আসে তখন এর নাম ছিল ডেমক্রেসি প্লেয়ার বা ডিটিভি। প্রায় ৪০টি ভাষায় থাকা এ প্লেয়ারটি উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। বিশ্বখ্যাত ই-কমার্স আমাজন ইন্ট্রিগ্রেশন থাকায় এ প্লেয়ারের সাহায্যে সহজে অডিও বা ভিডিও শোনা এবং সংরক্ষণ করা যায়। এছাড়া বড় একটি সুবিধা হচ্ছে বিভিন্ন মিডিয়া ফাইল ফরম্যাট সুবিধা। এ প্লেয়ারের মাধ্যমে এমপিফোর বা এইচ২৬৪-সহ বিভিন্ন ফরম্যাটে ফাইল কনভার্ট করা যায়। প্লেয়ারটি পাওয়া যাবে এই ঠিকানায়।
বাঁনশি
ইন্টারনেট রেডি কিংবা পডকাস্ট শোনার ক্ষেত্রে খুবই জনপ্রিয় ভিডিও প্লেয়ার বাঁনশি। সহজে ব্যবহার উপযোগী এ প্লেয়ারটিতে প্রায় সব ধরনের ফরম্যাটের মিডিয়া ফাইলই সাপোর্ট করে। এছাড়া পোর্টেবল ডিভাইসের ব্যবহারের ক্ষেত্রে এ প্লেয়ারটি অনেক কম ব্যাটারি ব্যবহার করে। ২০০৫ সালে শুরু হওয়া এ প্লেয়ারটি অন্যান্য ওপেন সোর্স প্লেয়ারের মতো উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়। প্লেয়ারটি পাওয়া যাবে এই ঠিকানায়।
অডাকিয়াস
কম্পিউটারের সিপিইউ-তে বাড়তি চাপ না দিয়েই সকল ধরনের প্লেব্যাক ব্যবহারউপযোগী প্লেয়ার অডাকিয়াস। এ প্লেয়ারে যে কোন ফরম্যাটের মিডিয়া ফাইল সহজে ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ব্যবহার করা যায় এবং শিল্পীর নাম, অ্যালবামের তথ্যাদিসহ পাওয়া যায়। এছাড়া একবারে এ প্লেয়ারে পছন্দের গানের লাইব্রেরি তৈরি করে পরবর্তীতে ইন্টারনেটে সহায়তায়ও গান শোনা বা দেখার সুযোগ রয়েছে। রয়েছে ভিন্ন ভিন্ন ধরনের থিম এবং সবচেয়ে সহজ ক্লাসিক স্কিন থিম। ২০০৫ সালে শুরু হওয়া প্লেয়ারটি এমপিথ্রি, এএসি, এফএলএসি, ডব্লিউএমএসহ নানা ধরনের ফরম্যাট সাপোর্ট করে। প্লেয়ারটি পাওয়া যাবে এই ঠিকানায়।
কোডি
কমিউনিটির স্বার্থে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য আরেকটি প্লেয়ার হচ্ছে কোডি। নিজের পছন্দসই সুবিধা, গানের তালিকা, ভিডিও দেখাসহ নানা ফরম্যাটের ভিডিও দেখা যাবে কোডি প্লেয়ারে। এছাড়াও এ প্লেয়ারে রয়েছে নানা ধরনের অ্যাড-অনস যা প্রয়োজেন বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করা যায়। শুধু গান শোনা বা ভিডিও দেখাই নয়, এ প্লেয়ারের সাহায্যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সহজে ছবি শেয়ারও করা যায়। এ ঠিকানায় প্লেয়ারটি পাওয়া যাবে।
অ্যাপ্রেনটিক
নানা ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বেশ শক্তিশালী সুবিধাসহ শুরু হওয়া প্লেয়ার অ্যাপ্রেনটিক। বিশেষ করে এফএফএমপিইইজি সাপোর্টেড এ প্লেয়ারটির সাহায্য অডিও এবং ভিডিও রেন্ডারিং সুবিধাও পাওয়া যায়। রয়েছে ইনপুট-আউটপুট লুপিং সুবিধা। এর আলপা চ্যানেল প্রিভিউ সুবিধা অনেকেরই ভালো লাগবে এবং রয়েছে সহজে বুকমার্ক করার ব্যবস্থা। ড্রাগ অ্যান্ড ড্রপ সুবিধার পাশাপাশি ম্যানুয়াল পদ্ধতিতে ক্রপ করারও আলাদা এডিটর রয়েছে এ প্লেয়ারে। বলতে গেলে এক ধরনের টুলসই অ্যাপ্রেনটিক যেখানে নানা ধরনের কাজ করা সম্ভব। এ প্লেয়ারটি পাওয়া যাবে এই ঠিকানায়।
এমপিভি
প্লেয়ারটি মাউস বেইজড মুভমেন্টস বিষয়টি মাথায় রেখে তৈরি করা। এ প্লেয়ারটির সাহায্যে ভিডিও কনটেন্ট স্ট্রিমিং থেকে শুরু করে ইন্টারপোলেশন কন্ট্রোল, ফ্রেম টাইমিংস, কালার ম্যানেজমেন্ট এবং কোয়ালিটি অ্যালগরিদম সুবিধা পাওয়া যাবে। যে কোন প্ল্যাটফর্মের সঙ্গে ইন্টিগ্রেশন সুবিধার কথা মাথায় রেখেই তৈরি এমপিভি। ২০১৩ সালে তৈরি মাত্র ২.৯ মেগাবাইট সাইজের এ প্লেয়ারটি পাওয়া যাবে ঠিকানায়।
ভিএলসি
ভিডিও ল্যান ক্লায়েন্ট, সংক্ষেপে ভিএলসি কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রোয়েড, আইওএস চালিত স্মার্টফোনেও ব্যবহার করা যায়। পাওয়া যায় ভিএলসি গুগলের প্লে স্টোর, অ্যাপলের অ্যাপ স্টোর এবং উইন্ডোজের মাইক্রোসফট স্টোরের ডিজিটাল ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মেও। ভিএলসিতে স্ট্রিম থেকে শুরু করে সব ধরনের মিডিয়া ফাইল সাপোর্ট করে। পাশাপাশি এমপিথ্রি, ডব্লিউএমভি, ওয়েবএম, এইচ.২৬৪, এমপিইজি সাপোর্ট করে এবং এর জন্য আলাদা কোডেকস ইনস্টল করতে হয় না। নেই বিজ্ঞাপন, স্পাইওয়্যার। এটি সকলের জন্য বিনামূল্যে ব্যবহারযোগ্য। ভিএলসি ডাউনলোড করা যাবে ঠিকানা থেকে।
এফএফএমপিইজি
ক্রস প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের একটি সমাধানযোগ্য প্লেয়ার বা সফটওয়্যার বেশ সহায়তা করে। গান শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রে যা খুবই জরুরী। এমনই সুবিধার একটি টুলস হচ্ছে এফএফএমপিইজি। কয়েক সেকেন্ডের মধ্যেই সকল ধরনের অডিও এবং ভিডিও ফরম্যাট সমর্থিত এ প্লেয়ারটি যেমন কম্পিউটারে সিপিইউ অনেক কম ব্যবহার করে তেমনি অন্যান্য ডিভাইসে ব্যাটারিও কম খরচ করে। এইচডি ভিডিওসহ সব ধরনের ভিডিও দেখার দারুণ এক প্লেয়ার এটি। এ প্লেয়ারটি তৈরির সঙ্গে শিক্ষার্থী কমিউনিটির বড় একটি দল জড়িত যারা নিয়মিত প্লেয়ারটি উন্নয়নে কাজ করেন। প্লেয়ারটি পাওয়া যাবে এই ঠিকানায়।
এসএম প্লেয়ার
সব ধরনের অপারেটিং সিস্টেমের উপযোগী জনপ্রিয় একটি ওপেন সোর্স প্লেয়ার এসএম প্লেয়ার। এ প্লেয়ারে সব ধরনের মিডিয়া ফাইল ফরম্যাট কাজ করবে। এছাড়াও এতে আছে নিউ কোডেক প্যাকস এবং বাড়তি প্লাগিনস। এছাড়া যে কোন অ্যাপ সেটিংস ব্যবহারকারী পছন্দ করবেন সেটি সহজেই মনে রাখতে পারে প্লেয়ারটি। প্লেয়ারটিতে খুব সহজে ইউটিউবের ভিডিও চালানো যায় এবং স্বয়ংক্রিয় ভাবেই সাবটাইলটেস ডাউনলোড হয়ে যায়। রয়েছে ভিন্ন ভিন্ন থিম যা প্রতিদিনই পরিবর্তন হয় ব্যবহারকারীর পছন্দ মোতাবেক। এছাড়াও এ প্লেয়ারটিতে রয়েছে সেরা ভিডিও ইকুয়ালাইজার যা প্লেয়ারটিতে নতুন সুবিধা যুক্ত করেছে। প্লেয়ারটি পাওয়া যাবে এই ঠিকানায়।
জাইন
ভিসিডি, ডিভিডি এবং সিডিতে ব্যবহার উপযোগী বিনামূল্যে ব্যবহার করা যায় এমন একটি ভিডিও প্লেয়ার জাইন। এতে এমপিথ্রি, ডব্লিউএমভি, এমওভি, এভিআইসহ প্রায় সব ধরনের ফরম্যাটই খাজ করে। রয়েছে নানা ধরনের প্লাগিনস। দ্রুতগতির স্ট্রিমিং যেমন করা যায় প্লেয়ারটিতে তেমনি নানা ধরনের প্লাগইন ব্যবহার করার মাধ্যমে এ প্লেয়ারটির দারুণ সার্ভিস পাওয়া সম্ভব। জাইন ডাউনলোড করা যাবে ঠিকানা থেকে।