![]() |
টেকশহর কনটেন্ট কাউন্সিলর: বিশ্বের সবচেয়ে দ্রুততম স্মার্টফোন চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে রিয়েলমি। আন্তর্জাতিক বাজারের জন্য রিয়েলমি জিটিটু প্রো স্মার্টফোনের পাশাপাশি এ চার্জারটিও নিয়ে আসা হচ্ছে। বর্তমানে সবচেয়ে দ্রুতগতির চার্জ নেয়ার রেকর্ডটি শাওমির ২০০ ওয়াট চার্জ প্রযুক্তির দখলে। এর সাহায্যে চার হাজার অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি মাত্র আট মিনিটেই পরিপূর্ণ চার্জ হয়। রিয়েলমির নতুন চার্জার এরচেয়েও দ্রুতগতিতে চার্জ নিবে।
রিয়েলমির নতুন এই চার্জারের একটি ছবি প্রকাশ হয়েছে। ছবিতে দেখা গিয়েছে পূর্বে কোম্পানিটির পাওয়ার অ্যাডাপ্টারের মতো এটিও সাদা রংয়ের হবে। ছবিতে চার্জারের প্লাগের অংশও দেখা গিয়েছে। চার্জারটির উপরে লেখাগুলোর মধ্যে মডেল নম্বরও দেখা যাচ্ছে; যা ভিসিকে৮এইচএসিএইচ হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাওয়ার রেটিং বলছে চার্জারটি সর্বোচ্চ ২০০ ওয়াট চার্জ নিতে পারে; যা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুততম চার্জিং ব্যবস্থা। এছাড়াও চার্জারের ওপরে লেখা দেখে বলা যায় এটি ইউএসবি পিডি (পাওয়ার ডেলিভারি) সমর্থন করবে। তবে এটি সর্বোচ্চ ৪৫ওয়াট পর্যন্ত।
এর আগে ধারণা করা হয়েছিলো রিয়েলমি ১৫০ওয়াট পর্যন্ত চার্জ নেয়ার চার্জার নিয়ে আসবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এরচেয়েও বেশি ওয়াটের চার্জার নিয়ে আনছে তারা।
ইন্টারনেট/আরএপি
আরও পড়ুন
ব্যবহারকারীরা চান সর্বোচ্চ গতির ফোন চার্জ