ক্রোমের ডেটা কম খরচের সুবিধা 'লাইট মোড' বন্ধ হয়ে যাচ্ছে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: আগামী মাস থেকে মোবাইল ক্রোম ব্রাউজারের বিশেষ ফিচার ‘ক্রোম লাইট মোড’-এর সমাপ্তি ঘটাতে যাচ্ছে গুগল। আট বছর আগে ২০১৪ সালে মোবাইল ডিভাইসগুলোয় ক্রোম লাইট মুড নামে ডাটা সেভার চালু করে গুগল।

এটি ডিভাইসে ডাউনলোড করার আগে একটি গুগল সার্ভারের মাধ্যমে ওয়েব পেইজ ডাইভার্ট করার মাধ্যমে কাজ করে। এইভাবে প্রতিটি পেইজ অপ্টিমাইজ করা হয় যাতে করে পেইজ দ্রুত লোড হওয়ার জন্য আরো কম ডেটার প্রয়োজন হয়। কিন্তু আট বছর চলে যাওয়ার পর এখন গুগল মনে করছে ডেটা সেভার প্রয়োজনীয় কিছু নয়।

গুগলের পক্ষ থেকেও দেয়া ঘোষণায় বলা হয়েছে আগামি ২৯ মার্চ ক্রোম থেকে ফিচারটি মুছে ফেলা হবে। একইদিন ক্রোম এম১০০ রিলিজ হবে; এটি মূলত ক্রোম সাপোর্ট ম্যানেজার। ক্রোম লাইটের অনেকটাই বিকল্প হয়ে উঠবে তা।

Techshohor Youtube

গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, বিগত বছরগুলোয় আমরা দেখতে পাচ্ছি অনেক দেশেই মোবাইল ডেটার খরচ কমে গিয়েছে। পাশাপাশি আমরাও ডেটা ব্যবহার কমাতে এবং আরো দ্রুত ওয়েব পেইজ লোড করতে ক্রোমে অনেক পরিবর্তন এনেছি। লাইট মোড বাতিল করা হলেও ক্রোমের মাধ্যমে মোবাইলে দ্রুত পেইজ লোড করা যাবে এমন প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।

ইন্টারনেট/আরএপি

*

*

আরও পড়ুন