![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনের শেনঝেনে নতুন একটি কার্যালয় এবং গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টার নির্মাণে ৪০০ কোটি ইউয়ান বা ৬৩ কোটি ২৫ লাখ ডলার বিনিয়োগ করতে যাচ্ছে হুয়াওয়ে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় গত কয়েক বছরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পণ্য ও সেবায় বৈচিত্র্য আনার চেষ্টা করছে চীনা প্রযুক্তি জায়ান্টটি।
চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে নতুন কার্যালয় ও আরঅ্যান্ডডি সেন্টার চালুতে স্থানীয় সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার। ২০৬০ সালের মধ্যে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যমাত্রা সামনে রেখে কীভাবে কার্যক্রম চালানো যায় তা ওই আরঅ্যান্ডডি সেন্টারের অগ্রাধিকারের তালিকায় থাকবে।
জানুয়ারিতে, হুয়াওয়ে ডিজিটাল পাওয়ার এবং চায়না রিসোর্সেস পাওয়ার হোল্ডিংস কো লিমিটেড একটি চুক্তি স্বাক্ষর করেছে , যারা সারা চীন জুড়ে কয়লা চালিত পাওয়ার প্ল্যান্ট পরিচালনা করে। চুক্তি অনুসারে তারা সৌর প্যানেলের জন্য বড় ডেটা প্ল্যাটফর্ম, শক্তি সঞ্চয়ের ব্যবস্থার মতো ক্লিন এনার্জি প্রকল্পগুলির বিকাশ এবং স্মার্ট পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করবে ।
সূত্র – প্রেস বিজ্ঞপ্তি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি