আলিবাবা-র বিরূদ্ধে নকল পণ্যের ব্যবসার অভিযোগ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: নকল পণ্যের ব্যবসার অভিযোগে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা এবং টেনসেন্ট পরিচালিত ৪২টি অনলাইন সাইট ও ৩৫টি দোকানকে ‘কুখ্যাত বাজারের তালিকাভুক্ত’ করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) জানিয়েছে, ‘এই প্রতিষ্ঠানগুলো কপিরাইট গোপনীয়তা নিয়ম ভঙ্গ অথবা ট্রেডমার্ক নকল করে থাকে।’

মার্কিন ট্রেড রিপ্রেজেনন্টেটিভ ক্যাথরিন তাই এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আন্তর্জতিক বাণিজ্যে নকল ও পাইরেট করা পণ্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উদ্ভাবন, সৃজনশীলতাকে ব্যহত করার পাশাপাশি মার্কিন কর্মীদের ক্ষতি করে।’ 

Techshohor Youtube

ইউএসটিআর এর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমবারের মতো আলিবাবার মালিকানাধীন আলিএক্সপ্রেস এবং টেনসেন্টের ইউচ্যাটকে ‘কুখ্যাত বাজার’র তালিকাভুক্ত করা হল। চীনভিত্তিক এই গুরুত্বপূর্ণ দুটি অনলাইন নিয়মিতভাবে ট্রেডমার্ক জালিয়াতি করে আসছে।

এছাড়াও চীনের অনলাইন মার্কেট বাইদু ওয়াংপ্যান, ডিএইচগেট, পিনদৌদৌ এবং তাওবাও আগের মতোই তালিকাটিতে অন্তর্ভূক্ত থাকবে। এছাড়াও ম্যানুফ্যাকচার, সরবরাহ এবং নকল পন্য বিক্রির জন্য পরিচিত নয়টি অফলাইনের প্রতিষ্ঠানকে এই তালিকাভুক্ত করা হয়েছে।’

টেনসেন্ট জানিয়েছে, নিজেদের প্লাটফর্মে মেধাসম্পদ অধিকার সুরক্ষার জন্য তারা ‘উল্লেখযোগ্য পরিমান’ বিনিয়োগ করেছে।’

কোম্পানিটির মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ আমাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে মোটেও একমত নই। বিষয়টি সমাধানের জন্য আমরা সহযোগিতার সঙ্গে কাজ করব।

এ প্রসঙ্গে আলিবাবার পক্ষ থেকে এখনো কোন মন্তব্য করা হয় নি।

২০০৬ সাল থেকে ‘কুখ্যাত বাজারগুলোর’ তালিকা তৈরি শুরু করে ইউএসটিআর। সস্তা নকল পণ্য থেকে মার্কিন ব্যবসা ও কর্মীদের রক্ষার লক্ষ্য নিয়ে এ উদ্যেগ নেয় যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, বাণিজ্য এবং প্রযুক্তি নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বহুদিনের বিবাদ রয়েছে।

সূত্র : বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন