স্মার্টফোন তৈরিতে স্যামসাং ব্যবহার করছে মাছ ধরার জাল, পুরনো পানির বোতল!

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: বাজারে নতুন গ্যালাক্সি স্মার্টফোনের সিরিজ নিয়ে আসার ঘোষণা দিয়েছে স্যামসাং। এগুলো পুরনো খবর। নতুন খবর হচ্ছে স্যামসাং তাদের এই নতুন ডিভাইস তৈরিতে পুনঃব্যবহারযোগ্য মাছ ধরার জাল এবং পুরনো পানির বোতলের মতো উপকরন ব্যবহার করেছে ।

প্যাকেজিংয়ে প্লাস্টিকের ব্যবহার হ্রাসসহ ম্যানুফ্যাকচারিং বর্জ্য ভাগাড়ে ফেলতে ‘গ্যালাক্সি ফর দ্য প্লানেট’ নামে পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা গ্রহন করেছে দক্ষিণ কোরিয় কোম্পানি স্যামসাং। এর অংশ হিসেবে স্মার্টফোন তৈরিতে পুনঃব্যবহারযোগ্য উপাদান ব্যবহার করছে কোম্পানিটি। বিশেষজ্ঞরা এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন।

কোম্পানিটি জানিয়েছে, মাছ ধরার নাইলনের জালগুলোকে পলিমাইড রেজিনে রূপান্তর করা হয়েছে। এই পলিমাইড রেজিনগুলো দিয়ে পলেট ভলিউম এবং পাওয়ার কী ধরে রাখার বন্ধনী তৈরি করা হয়েছে। এছাড়া অব্যবহৃত পানির বোতল এবং সিডি রাখার কেস অন্যান্য যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত হয়েছে।

Techshohor Youtube

ফরেস্টার বিশ্লেষক থমাস হুসন বলেছেন, পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্যেগের পরিপ্রেক্ষিতে কোম্পানিটিকে আরো অনেক কাজ করতে হবে। তিনি আরো বলেন, ‘বর্তমানে বেশিরভাগ গ্রাহকের কোন ধারনাই নেই যে নিজেদের স্মার্টফোনের হার্ডওয়্যার নবায়ন করার জন্য তারা নিয়মিতভাবে এই পৃথিবীর ক্ষতি করে যাচ্ছেন।’

গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড জানিয়েছেন, স্যামসাং তাদের পণ্যের স্থয়িত্ব আরো উন্নয়নে চেষ্টা করছে বিষয়টি উৎসাহব্যঞ্জক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে  দীর্ঘস্থায়ী ডিভাইসগুলি তৈরির ক্ষেত্রে পরিবেশের কথা মনে রাখতে হবে ফোন ম্যানুফ্যাকচারারদের। পুনঃব্যবহৃত উপাদান ব্যবহার করা এর একটি অংশ মাত্র।

বিবিসি/আরএপি

*

*

আরও পড়ুন